বিপাকে মানেকা গান্ধী!ইসকন নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ১০০ কোটির মানহানির নোটিশ

ইসকন নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিপাকে বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধী|১০০ কোটির মানহানির নোটিশ পাঠালো ইসকন কর্তৃপক্ষ|

আরো পড়ুন-এবার খড়গপুরের সোনার দোকানে ভরদুপুরে ডাকাতি! গুলিতে আহত দোকান মালিক সহ ২

মানেকা গান্ধীকে সম্প্রতি একটি ভিডিয়োতে ইসকনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনতে শোনা যায়|তিনি বলেন, ‘দেশের মধ্যে সবচেয়ে বড় প্রতারক হল ইসকন। ওরা গোশালা চালায় এবং সুবিধা নেয় সরকারের থেকে।’ তিনি অন্ধ্রপ্রদেশের ইসকনের অনন্তপুর গোশালা পরিদর্শনের অভিজ্ঞাতা জানিয়ে বলেন, সেখানে তিনি যতগুলি গোরু দেখেছিলেন সবক’টি দুগ্ধবতী। তাদের মধ্যে এমন কোনও গোরু ছিল না যারা দুধ দেয় না। বাছুরও ছিল না কোনও। অর্থাৎ বোঝা খুব সহজ বাছুরগুলিকে বিক্রি করে দেওয়া হয়েছে। কসাইদের কাছে গোরুগুলিকে বিক্রি করে দেয় ইসকন। এরপর রাস্তায় গিয়ে ওরা হরে রাম হরে কৃষ্ণ গাইতে থাকে।’

আরো পড়ুন-ব্যারিকেট ভেঙে বিকাশ ভবন যেতে গিয়ে পুলিশের সাথে আন্দোলনকারীদের ধস্তাধস্তি

এরপরই মানেকা গান্ধীর এই বক্তব্যের তীব্র নিন্দা জানায় ইসকন|এবং ইসকনের তরফে জানানো হয়ে, মানেকা গান্ধীর এই মন্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন।শুক্রবার ইসকনের পক্ষ থেকে মানেকার বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে।তাকে ১০০ কোটি টাকার মামলার নোটিশ পাঠিয়েছে ইসকন সংস্থা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *