প্রতিবাদ জানাতে গিয়ে মহারাষ্ট্রের সচিবালয়ের ৩ তলা থেকে ঝাঁপ ডেপুটি স্পিকারের!
ধনগর সমাজের সংরক্ষণের বিরোধিতা করে মহারাষ্ট্রের সচিবালয়ের ৩ তলা থেকে ঝাঁপ ডেপুটি স্পিকার নরহরি ঝিরওয়ালের।কেমন আছেন এখন সেই ডেপুটি স্পিকার ?
আরো পড়ুন-আর জি কর কাণ্ডের প্রভাব এবার কালনার চাঁদমালা ও প্রতিমা সজ্জার শিল্পীদের!
তফশিলি উপজাতি কোটায় ধনগর সমাজের সংরক্ষণের বিরোধিতায় সরব হন ডেপুটি স্পিকার নরহরি ঝিরওয়ালের।জানা গিয়েছে,রাজ্যের ধাঙর গোষ্ঠীকে তপশীলি জাতির অন্তর্ভুক্ত করার বিরোধিতা জানিয়ে প্রতিবাদ দেখাচ্ছিলেন। এরপরেই স্লোগান দিতে দিতেই তাঁরা তিন তলা থেকে ঝাঁপ দেন।
আরো পড়ুন-হ্যাক হল সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল!
তবে মন্ত্রালয়ের নীচে বিছনো জালে প্রাণ বাঁচে মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকার নরহরি ঝিরওয়ালের।তাকে উদ্বার করে পুলিশ|