‘বিষয়টি পুনর্বিবেচনার আর্জি জানাচ্ছি আপনাকে’, মোদীকে চিঠি মমতার
নিউজ ডেস্ক: দেশজুড়ে আর কিছুদিন পরেই পালিত হবে সাধারণতন্ত্র দিবস। সেই অনুষ্ঠানে বাংলার ট্যাবলো কী বাদ থাকবে? প্রতিরক্ষা মন্ত্রক রাজ্য সরকারের প্রস্তাবে রাজি হয়নি। প্রস্তাব খারিজ করে দেওয়া হয়েছে। এর ফলেই ক্ষুব্ধ নবান্ন এবার বাংলার ট্যাবলো পাঠাবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল। বাংলার ট্যাবলো বাদ দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন বলে মোদীকে চিঠি লিখে আর্জি জানালেন মমতা।
আরও পড়ুন-ফের মাঘের ঠান্ডা বঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই
রবিবার মুখ্যমন্ত্রী চিঠিতে লেখেন, ‘কেন্দ্রের এই সিদ্ধান্তে আমি হতবাক এবং ব্যথিত। এতে স্বাধীনতা সংগ্রামীদের অপমান করা হয়েছে। বিষয়টি পুনর্বিবেচনার আর্জি জানাচ্ছি আপনাকে। বাংলা দেশের স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভুমিকা নিয়েছিল। তাই কেন্দ্রের এই সিদ্ধান্তে বাংলা মানুষে ব্যথিত হয়েছেন।’
আরও পড়ুন-পদত্যাগের পর কোহলীর উদ্দেশ্যে কী বললেন সৌরভ গাঙ্গুলী
স্বাধীনতার ৭৫ বছরে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তাঁর গঠিত আইএনএ–কে নিয়ে ট্যাবলো তৈরি করে দিল্লির বুকে নামাতে চেয়ে ছিল পশ্চিমবঙ্গ সরকার। সেটা খারিজ হয়ে যায়। এই নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী পর্যন্ত আজ চিঠি লিখেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে।