মুম্বই বিমানবন্দরে দুর্ঘটনায় দুই টুকরো হয়ে গেল বিমান!প্রাণে বাঁচলেন ৮ জন
বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ একটি চার্টার্ড বিমান (VT-DBL) ভাইজ্যাগ থেকে মুম্বই আসে। মুম্বই বিমানবন্দরের ২৭ নম্বর রানওয়েতে অবতরণের সময় বিমানের চাকাটি পিছলে যায়।দুই টুকরো হয়ে যায় বিমানটি|তবে এই ভয়াবহ দুর্ঘটনায় যেনতেন প্রকার প্রাণ বাচে ৮ জনের|আহত হয়েছেন সকলেই|
আরো পড়ুন-বাড়ির কাছাকাছি সিবিআই দফতরে জিঙ্গাসাবাদ করা হোক:চিঠিতে দাবি ম্যাথু স্যামুয়েলের
দুর্ঘটনার সময় বিমানে ছিলেন মোট ৮ জন যাত্রী। তাঁদের মধ্যে ৬ যাত্রী ও বাকি দুই জন ছিলেন ক্রু সদস্য।আহত হয়েছেন সকলেই|দ্রুত তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়।দুর্ঘটনার খবর নিশ্চিত করে বিবৃতি দেন DGCA। খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানায় DGCA।
আরো পড়ুন-‘অভিষেক বিচারক নন…উনি ভয় পাচ্ছেন কেন?’:প্রশ্ন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের
অবতরণের সময় বিমানের চাকা পিছলে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের একদিকে ছিটকে যায় বিমানটি। বিমানের কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখান থেকে ধোঁয়া বেরোতেও দেখা যায়। আগুন নেভানোর জন্য তৎপরতার সঙ্গে কাজ শুরু করেন দমকল কর্মীরা।