তিনগুণ দামি প্লাটফর্মটিকিট, বাড়ছে প্যাসেঞ্জার ট্রেনের ভাড়া
নিজস্ব প্রতিনিধিঃ কাউকে কিছু জানতে না দিয়েই এক ধাক্কায় প্লাটফর্ম টিকিটের দাম তিন গুণ বাড়িয়ে দিল রেল। ফলে ১০ টাকার প্লাটফর্ম টিকিট বেড়ে হচ্ছে ৩০ টাকা। কোনও কোনও স্টেশনে এই ভাড়া ৫০ টাকাও হতে পারে। তবে এখানেই শেষ নয়, কিছু কিছু স্বল্প দূরত্বের প্যাসেঞ্জার ট্রেনের ভাড়া ও বেশ কিছুটা বাড়ছে। রেল মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, প্যাসেঞ্জার ট্রেনের ভাড়া কয়েকটি রুটে তিন থেকে পাঁচ গুণ পর্যন্ত বাড়ছে। যদিও লোকাল ট্রেনের ভাড়া বাড়ছে না।
হঠাৎ করে এভাবে কেন বাড়ল প্লাটফর্ম টিকিটের দাম? রেলের যুক্তি, করোনা পরিস্থিতিতে স্টেশনে যাতে অনাবশ্যক মানুষের আনাগোনা না হয় সে কারণেই প্লাটফর্ম টিকিটের ভাড়া বাড়ানো হচ্ছে। অন্যদিকে মানুষ যাতে খুব প্রয়োজন ছাড়া ট্রেনের না চড়েন সে বিষয়টি নিশ্চিত করতেই প্যাসেঞ্জার ট্রেনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত। তবে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত নিতান্তই অস্থায়ী অর্থাৎ করোনা পরিস্থিতি কেটে গেলে আবার প্লাটফর্ম টিকিট ও প্যাসেঞ্জার ট্রেনের ভাড়া বর্তমান অবস্থায় ফিরিয়ে আনা হবে।
উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসেই বেশকিছু স্বল্প দূরত্বের প্যাসেঞ্জার ট্রেনের ভাড়া বাড়ানো হয়েছিল। এবার সেই রুটের সংখ্যা এক ধাক্কায় আরও কিছুটা বাড়ল। এর আগে ২০২১-এর ১ জানুয়ারি থেকে শহরতলীর ট্রেন ছাড়া অন্যান্য সব ট্রেনের ভাড়া বাড়ানো হয়েছে। করোনা পরিস্থিতিতে রেল পরিষেবা দীর্ঘদিন বন্ধ ছিল। এখনও পর্যন্ত পুরোপুরি স্বাভাবিক হয়নি রেল পরিষেবা। এখনও বিভিন্ন রাজ্যের বেশকিছু রুটে ট্রেন বন্ধ রয়েছে। এরই মধ্যে ট্রেন ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত সাধারণ মানুষের ওপর আরও চাপ ফেলবে, তা নিয়ে কোন সন্দেহ নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।