আপাতত জেল থেকে বেরতে পারবেন না অরবিন্দ কেজরীবাল!জামিনে স্থগিতাদেশ দিল দিল্লি হাইকোর্ট
মঙ্গলবার আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের জামিনে স্থগিতাদেশ দিল দিল্লি হাইকোর্ট। আপাতত জেলেই থাকতে হবে দিল্লীর মুখ্যমন্ত্রীকে|
আরো পড়ুন-‘সল্টলেকে সুজিত বসু ইচ্ছেমতো বাইরে লোক বসাচ্ছে’:নবান্নের বৈঠকে সুজিতকে তুলোধনা মমতার
গত ২০ জুন ট্রায়াল কোর্ট কেজরীবালের জামিনের আবেদন মঞ্জুর করে। এরপরই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাদের দাবি ছিল, তদন্তকারী সংস্থার কথাই শোনেনি ট্রায়াল কোর্ট। সেই যুক্তিতেই এদিন মান্যতা দিয়েছে হাইকোর্ট।আর জামিনে স্থগিতাদেশ দিল দিল্লী হাইকোর্ট|
আরো পড়ুন-অবশেষে ভেদ হল বাচ্চা ছুড়ির গুজবের রহস্য!জানা গেল কার মস্তিষ্কপ্রসূত এই গোটা কান্ড
নিম্ন আদালত জামিন দিলেও দিল্লি হাইকোর্টের স্থগিতাদেশে মুক্তি পাননি দিল্লির মুখ্যমন্ত্রী। মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি সুধীর কুমার জৈনের বেঞ্চে। এদিন ইডি-র আর্জিই মেনে নিয়েছে হাইকোর্ট।ইতিমধ্যেই,অরবিন্দ কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মনু সিংভি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন|সুপ্রিম কোর্ট সোমবার জানিয়ে দেয়, হাইকোর্টে মামলা বিচারাধীন হওয়ায়, তাতে হস্তক্ষেপ করবে না শীর্ষ আদালত। আগামিকাল, বুধবার সুপ্রিম কোর্টে ফের হবে সেই মামলার শুনানি।