অরুণাচলপ্রদেশে ভারত-চিন সীমান্ত সংঘর্ষ নিয়ে উত্তাল দেশ!উচ্চ পর্যায়ের বৈঠকের ডাক দিলেন রাজনাথের
গত ৯ ডিসেম্বর অরুণাচল সীমান্তে চিন ও ভারতীয় সেনাদের মধ্যে সংঘর্ষের খবর প্রকাশ্যে এসেছে। ঘটনায় উত্তাল গোটা দেশ। এই পরিস্থিতিতে মঙ্গলবার দুপুরে উচ্চ পর্যায়ের বৈঠকের ডাক দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং|
আরো পড়ুন-সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি দিপঙ্কর দত্ত!
এই বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন বিদেশমন্ত্রী এস জয়শংকর,CDS অনীল চৌহান, স্থালসেনা প্রধান জেনারেল মনোজ পাণ্ডে, জলসেনা প্রধান আর হরি কুমার এবং বায়ুসেনা প্রধান মার্শাল ভি আর চৌধুরী। এছাড়াও এই বৈঠকে থাকবেন বিদেশ সচিব বিনয় মোহন কাটরা এবং প্রতিরক্ষা সচিব বিনয় মোহন গিরিধর আরামানে।
আরো পড়ুন-আবাস যোজনায় কারচুপি ধরলেন মহকুমা শাসক!খোদ প্রধানের ভাইয়ের নাম বাতিল করেন তালিকা থেকে
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, গত ৯ ডিসেম্বর এলএসি (LAC) সংলগ্ন তাওয়াং সেক্টরে চিনের Peoples Liberation Army বা PLA-র সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায় ভারতীয় সেনা|আক্রমণাত্মক ভাবে এগিয়ে আসতে দেখা যায় চিনের সেনাদের| ভারতীয় জওয়ানরা বাধা দিলে দু’পক্ষের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। ঘটনায় একাধিক সেনার আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।জানা গিয়েছে,বর্তমানে চিন সেনা ওই এলাকা থেকে সরে গিয়েছে।তবে এলাকার এখনো থমথমে।