‘তাউটে’-র উপদ্রবে এর মধ্যেই বিপর্যস্ত গোয়া

নিউজ ডেস্ক: প্রবল ঘূর্ণিঝড় ‘তাউটে’-র উপদ্রবে একপ্রকার বিপর্যস্ত গোয়া উপকূল। পশ্চিম ভারতের রাজ্যের একাংশ ঝোড়ো হাওয়ায় লন্ডভন্ড হয়ে গিয়েছে। এই মর্মে মৌসম ভবন জানিয়েছে, ক্রমশ শক্তি বাড়াচ্ছে এই ঝড় এবং উত্তর ও উত্তর-পশ্চিমদিকে গুজরাত উপকূলে এগিয়ে যাচ্ছে। বিকেলের দিকে ‘তাউটে’-র অবস্থান হবে উত্তর ও উত্তর-পশ্চিম গোয়ায়।

সতর্ক রয়েছেন আধিকারিকরা। তারা জানিয়েছেন, রবিবার সকাল থেকেই গোয়ার বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি শুরু হয়েছে। সাথে রয়েছে তীব্র বেগে ঝোড়ো হাওয়া। বেশ কিছু জায়গায় বিদ্যুতের খুঁটি উপড়ে যায়। স্বাভাবিকভাবেই উপকূলবর্তী শহরে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে । ট্রেন চলাচল বন্ধ হয়েছে।

ঝড়ের দাপটে ভাস্কো দ্য গামায় গাছ উপড়ে পড়েছে এবং এর জেরে কয়েকজন আহত হয়েছে। কোনও মৃত্যুর খবর যদিও পাওয়া যায়নি। গোয়ার বিদ্যুৎমন্ত্রী নীলেশ কাব্রাল বলেন, ঝোড়ো হাওয়ার কারণে বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে। বিদ্যুৎ পরিষেবা ব্যাহত । দিনভর গোয়ায় এই বীভৎস ঝোড়ো হাওয়া বইবে। বৃষ্টিও চলবে সমান তালে।

মৌসম ভবনের বুলেটিন অনুযায়ী, রবিবার সাড়ে আটটায় পূর্ব-মধ্য আরব সাগরের উপর ছিল ‘তাউটে’। আগামী কয়েক ঘণ্টায় বাড়বে এই ঝড়ের শক্তি এবং উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে।

সোমবার সন্ধ্যায় গুজরাত উপকূলে পৌঁছাবে। হিসেবে মত মঙ্গলবার সকালে পোরবন্দর এবং মাহুভার মধ্য দিয়ে গুজরাত উপকূল পেরিয়ে যাবে ‘তাউটে’। সোমবার ভোর থেকে মঙ্গলবার পর্যন্ত ঘণ্টায় ১৫০-১৬০ কিলোমিটার বেগে ঝড় হবে যেটা নেহাত কম নয়। বেড়ে গিয়ে সেটা ঘণ্টায় ১৭৫ কিলোমিটার হতে পারে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *