পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে ফিরল পাশ-ফেল,ঘোষনা কেন্দ্রের

পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে ফিরতে চলেছে পাশ-ফেল,বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা কেন্দ্রের।পঞ্চম ও অষ্টম শ্রেণির পরীক্ষা নেওয়া হবে স্কুলে। সেই পরীক্ষায় উর্ত্তীর্ণ হলে তবেই পরের ক্লাসে ওঠার সুযোগ পাবে পড়ুয়ারা।

আরো পড়ুন-ভর দুপুরে ব্যস্ত রাস্তায় বিজেপি বিধায়কের মায়ের সোনার গলার হার ছিনতাই!

‘নো ডিটেনশন পলিসি’ তুলে দিয়ে কেন্দ্রের নয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বছর শেষের পরীক্ষায় পাশ করার পরই নতুন ক্লাসে ওঠার সুযোগ পাবে পঞ্চম ও অষ্টম শ্রেণির পড়ুয়ারা। যদি এই দুই ক্লাসে কোনও পড়ুয়া কোনও বিষয়ে ফেল করে, সেক্ষেত্রে দুই মাসের মধ্যে সেই বিষয়ে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। সেখানেও পাস না করতে পারলে আরও এক বছরের জন্য সেই ক্লাসেই থাকতে হবে পড়ুয়াকে।

আরো পড়ুন-আসানসোলে জমি বেদখলের প্রতিবাদ করায় মারধর করার অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে!ভাইরাল ভিডিও

শিক্ষামন্ত্রক মনে করছে এতদিন ক্লাসে ওঠার জন্য পাশ-ফেলের বিষয় না থাকায়,পড়ুয়াদের পড়াশোনার প্রতি আগ্রহ এবং মনেযোগ কমে যাচ্ছিলো|যার ফলে শিক্ষার মান পরে যাচ্ছিলো|আর তাই এই বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *