খেলার জগতের আইকন হিসেবেই জনপ্রিয় থাকা উচিত সৌরভের, জানালেন অশোক ভট্টাচার্য

নিউজ ডেস্ক: আগামী ৭ মার্চ ব্রিগেডের জনসভায় নরেন্দ্র মোদির উপস্থিতিতে বিজেপিতে যোগ দিতে পারেন সৌরভ গাঙ্গুলি। এমনই সম্ভাবনার কথা উঠে আসছে বিভিন্ন মহল থেকে। সৌরভ গাঙ্গুলির বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে মুখ খুললেন অশোক ভট্টাচার্য।

সৌরভের রাজনীতিতে যোগ দেওয়া উচিত নয় বলে, আরও একবার মত প্রকাশ করলেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ড চেয়ারম্যান তথা প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য। মঙ্গলবার রাতে একান্ত সাক্ষাৎকারে সৌরভ ঘনিষ্ট অশোক ভট্টাচার্য বলেন, সৌরভকে দল মত নির্বিশেষে বাংলার মানুষ সমর্থন করেন, তিনি বাংলার গর্ব এবং খেলার জগতের আইকন। তবে সৌরভের রাজনীতি থেকে দূরে থাকাই উচিত বলে এদিন মন্তব্য করেন অশোক ভট্টাচার্য।

এর আগেও, সৌরভকে রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন অশোকবাবু। সৌরভ গাঙ্গুলি বাংলার এবং দেশের মানুষের কাছে যেমন খেলোয়াড় হিসেবে জনপ্রিয়, রাজনীতি থেকে দূরে থেকে সৌরভ তেমনই যেন জনপ্রিয় থাকেন, সেই আশাই করেছেন অশোক ভট্টাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *