বিজেপি ক্ষমতায় এলে মমতা,তেজস্বী,স্ট্যালিন,উদ্বব সবাইকে জেলে পাঠাবে:জেল থেকে জামিনে বেরিয়ে এ কি বললেন কেজরি
গতকালই তিনি জামিন পেয়েছেন|আর জামিন পেয়েই বিজেপিকে আক্রমণ শানালেন দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল|আবগারী দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে কারাবাসে ছিলেন দিল্লীর মুখ্যমন্ত্রী|গতকাল ২০ দিনের জন্য তার অন্তবর্তী জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট|আর আজ সাংবাদিক বৈঠকে এসে বিষ্ফোরক কেজরিওয়াল|
আরো পড়ুন-চিকিৎসার গাফিলতে রোগী মৃত্যু ঘিরে বিক্ষোভ নদিয়ার কল্যাণী জিএনএম হাসপাতাল
সাংবাদিক বৈঠকে কেজরিওয়াল বলেন, “পঞ্চাশ দিন পর জেল থেকে সোজা আপনাদের কাছে এসেছি। আম আদমি পার্টি খুব ছোট্ট একটি দল। মাত্র দুটি রাজ্যে ক্ষমতায় রয়েছে। এই দলকে শেষ করার জন্য প্রধানমন্ত্রী কম চেষ্টা করেননি। দলের চার শীর্ষ নেতাকে জেলে পাঠিয়েছেন। উনি ভেবেছিলেন পার্টি শেষ হয়ে যাবে। কিন্তু এটা দল নয়, একটা ভাবনা। যত জেলে পাঠাবেন, তত বাড়বে। একনায়ক তন্ত্রের বিরুদ্ধে আমি লড়ছি। ১৪০ কোটি মানুষের সাহায্য চাই। ১৪০ কোটি মানুষের কাছে ভিক্ষা চাইছি, দেশকে বাঁচান। একনায়কতন্ত্রের হাত থেকে দেশকে বাঁচান।” তোপ দাগেন,”উনি চান আম আদমি পার্টিকে এক্ষুনি শেষ করে দেওয়া হোক। এটা গণতন্ত্র নয়। স্বৈরতন্ত্র। জনতা একে গ্রহণ করবে না। আমাকে জেলে পাঠিয়েছেন। অথচ দেশের সবথেকে বড় চোর এবং ডাকাতদের নিজের দলে ঢুকিয়েছেন। যার বিরুদ্ধে ৭০ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, তাকে বিজেপিতে নিয়ে উপমুখ্যমন্ত্রী করে দিচ্ছেন।”
আরো পড়ুন-‘যা কীর্তি দেখছি, তাতে আপনার পাশে বসাও পাপ’:রাজ্যপালকে আক্রমণ মমতার
কেজরিওয়াল বলেন,”বিজেপি ক্ষমতায় এলে কিছুদিনের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে পাঠাবে। আমি লিখে দিতে পারি, বিজেপি ক্ষমতায় এলে মমতা বন্দ্যোপাধ্যায়, তেজস্বী যাদব,স্ট্যালিন,উদ্বব ঠাকরে সবাইকে জেলে পাঠাবে। মুখ্যমন্ত্রীকে জেলে পুরে সরকার ফেলে দেওয়ার চক্রান্ত বিজেপির। সেই কারণেই আমি ইস্তফা দিইনি। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের ইস্তফা দেওয়া উচিত হয়নি। বিজেপি যে রাজ্যে পরাস্ত হবে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকেই জেলে ঢুকিয়ে সরকার ফেলার চক্রান্ত করবে।”