পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতে মামলা করলেন এক ব্যক্তি

নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতে মামলা করলেন এক ব্যক্তি। আগামী মার্চ মাসের ২ তারিখে মুম্বইয়ের একটি আদালত মমতা বন্দ্যোপাধ্যায়কে সমন জারি করেছে বলে জানা যাচ্ছে।
মুম্বইয়ের এক বিজেপি নেতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতে অভিযোগ করেছেন যে, মমতা দেশের জাতীয় সংগীতকে অবমাননা করেছেন। ঐ বিজেপি নেতার নাম বিবেকানন্দ গুপ্তা, তিনি মুম্বই বিজেপি শাখার সম্পাদক। তিনি পুলিশেও অভিযোগ জানিয়েছেন।

আরও পড়ুন-১০৮ পুরসভার ভোট সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি নির্বাচন কমিশনের

তাঁর বক্তব্য, গত ডিসেম্বর মাসে মুম্বইয়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় সংগীত চলার সময় চেয়ারে বসেছিলেন, তার কিছুক্ষন পর তিনি উঠে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইতে শুরু করলেও দুই চার লাইন গাওয়ার পর হঠাৎ থেমে যান। এই ঘটনা দেশের জাতীয় সংগীতের প্রতি চূড়ান্ত অবমাননাকর বলে অভিযোগ জানিয়েছেন বিবেকানন্দ গুপ্তা।

বিজেপি নেতা জানিয়েছেন, জাতীয় সংগীতকে অবমাননা করা ভারতীয় দণ্ডবিধির ৩ নম্বর ধারায় পড়ে। তিনিও আদালতে ঐ ধারাতেই অভিযোগ জানিয়েছেন মমতার বিরুদ্ধে। ২০১৫ সালে স্বরাষ্ট্রমন্ত্রক নির্দেশ দিয়েছিল, যে কোনো জায়গায় দেশের জাতীয় সঙ্গীত গাওয়া হলে উপস্থিত সকলকেই জাতীয় সংগীতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠে দাঁড়াতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের সেই নির্দেশকেও উপেক্ষা করেছেন। বিবেকানন্দ প্রশ্ন তুলেছেন কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর মত একজন প্রশাসনিক শীর্ষে থাকা কেউ কতটা উদ্ধত হলে স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশকে উপেক্ষা করতে পারেন এবং দেশের জাতীয় সংগীতকে অবমাননা করতে পারেন !

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *