হাতে কলমে না শিখেই নেপালী মুখের আদলে দুর্গা বানাচ্ছেন স্নাতকোত্তর পড়ুয়া!

কোনো প্রশিক্ষণ ছাড়াই স্নাতকোত্তরের এক পড়ুয়া নিজে হাতে দেবী দুর্গার প্রতিমা বানান। প্রতিমার পাশাপাশি দেবী দুর্গার ডাকের সাজ‌ও নিজে হাতে বানিয়েছেন তিনি। ধনরাজ ছেত্রী নামের ওই পড়ুয়া এর আগে সরস্বতী মূর্তি তৈরি করে ছিলেন। এইবার দুর্গা মূর্তি গড়ার কাজে হাত লাগিয়েছেন তিনি।

মেটেলি বাজারের হাটখোলার ছেলে ধনরাজ বর্তমানে মাস্টার্স এর প্রথম বর্ষে পড়ছেন। বিগত পাঁচ বছর ধরে নিজের পড়াশোনার পাশাপাশি প্রতিমা তৈরীর কাজ করছেন মেটেলি বাজারের পড়ুয়া ধনরাজ ছেত্রী। এইবার ধনরাজ দুর্গা প্রতিমা তৈরি করছেন, তার তৈরি করা প্রায় ৪ ফুট উচ্চতার প্রতিমা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করবে বলেই আশা রাখছেন মেটেলিবাসী।

বিভিন্ন রকমের প্রতিমা তৈরি করেন তিনি তবে এইবারের দুর্গা প্রতিমার সাজ সম্পূর্ণ অন্যরকম। মা দুর্গাকে ধনরাজ সাজিয়েছেন নেপালি নারীর সাজে।

দেবী প্রতিমার অভিনবত্ব এখানেই দেবীর সাজসজ্জা থেকে শুরু করে মুখের আকৃতি পর্যন্ত নেপালি নারীর মত। পুজোর আর বেশি দেরি নেই তাই এখন ধনরাজ প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজে মন দিয়েছেন।

ধনরাজের কথায়, ৫ বছর ধরে সে বাড়িতেই প্রতিমা তৈরি করছে। অন্যান্যবারের মতো এইবারও মাটি, খড় দিয়ে প্রায় চার ফুট উঁচু ঢাকের সাজে নেপালি নারীর বেশে দেবী প্রতিমা তৈরি করেছেন তিনি।

প্রতিমার পাশাপাশি দেবী প্রতিমার নানা রকম নিজে হাতে তৈরি করেছেন ধনরাজ। সবথেকে আশ্চর্যের বিষয় হলো, তিনি হাতে-কলমে কারোর কাছ থেকে প্রতিমা তৈরী শেখেননি। কারখানায় প্রতিমা তৈরি দেখে দেখে শিখে গেছেন তিনি। এই বছর দুর্গার পাশাপাশি সরস্বতী কালী প্রতিমা তৈরি করেছেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য পড়াশোনার পাশাপাশি একটি মুদির দোকানে কাজ করেন তিনি। মাত্র 4 বছর বয়সে বাবাকে হারানোর পর থেকে নিজের সংসারের দায়িত্ব তিনি নিজেই কাঁধে তুলে নিয়েছেন। পড়াশোনা মুদির দোকানের কাজ সবকিছু সামলেই জোরকদমে চলে তার প্রতিভার তৈরির কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *