কাটোয়া থেকে দুর্গা মূর্তি যাবে সুদূর কানাডায়! অনলাইনে হয়ে গেছে বরাত!
অগ্রদ্বীপের কাষ্ঠ শিল্প জগৎ বিখ্যাত। সেখানকার কাঠের শিল্পীদের কাঠের ওপর সূক্ষ কাজ দেশ বিদেশে প্রশংসিত। তবে করোনা মহামারীর কারণে দেশ-বিদেশ বিখ্যাত এই শিল্পও মন্দা চলছিলো। তবে অনলাইনের কারণে লাভের মুখ দেখেছে এই ব্যবসা।
করোনার আবহের মধ্যে অনেকের ব্যবসা যেমন মার খায়, তেমনি মার খেয়েছিলো কাটোয়ার অগ্রদ্বীপের কাঠের ব্যবসাও। তবে অনলাইন বিপণির দৌলতে সেখানকার কাঠের ব্যবসা এখন তড়তড়িয়ে লাভের মুখ দেখছে। তাদের নির্মিত প্রতিমা এখন দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে যাচ্ছে বিদেশের মাটিতে। সেই অগ্রদ্বীপের একজন দারুশিল্পী অক্ষয় ভাস্করের হাতের তৈরি কাঠের সিংহবাহিনী মূর্তি এইবার সুদূর কানাডায় পৌঁছে গিয়ে সেখানে পুজো পাবে।
হ্যাঁ কানাডার একজন প্রবাসী বাঙালি মহিলা কাটোয়ার একজন শিল্পীকে দুর্গা প্রতিমা তৈরীর অর্ডার দিয়েছেন। শিল্পী বলছেন,“ মূর্তি ও মডেল তৈরির কাজ প্রায় শেষের দিকে আর কিছুদিনের মধ্যেই ক্যুরিয়রের মাধ্যমে সিংহবাহিনী মূর্তি ও কয়েকটি মডেল পাঠিয়ে দেওয়া হবে কানাডায়।”
অক্ষয় ভাস্কর বলেছেন, তার পূর্বপুরুষরাও এই কাঠের ব্যবসার সাথে যুক্ত। করোনার কারণে দীর্ঘদিন ব্যবসায় মন্দা থাকবার জন্য অনলাইনে বাজার ধরেছিল কাটোয়ার কাঠের শিল্পীরা।
তার কথায়,“প্রায় দুই বছর ধরে মেলা বন্ধ। সেভাবে আর কাজের বরাত আসছিলো না। তাই আমরা অনলাইনে বিক্রি শুরু করি। শারদ উৎসবে বিভিন্ন রাজ্য থেকে অনলাইনে অর্ডার পেয়েছি। আবার বিদেশ থেকেও সাড়া পেয়েছি।”
কানাডার একজন মহিলা আড়াই ফুটের সিংহবাহিনী মূর্তির বরাত পেয়েছে। এছাড়া জগন্নাথ, বলরাম, সুভদ্রা, রাধাকৃষ্ণের মূর্তির বরাত পেয়েছেন। এছাড়া আরও বেশ কিছু মূর্তির বরাত ও তিনি পেয়েছেন। কানাডা থেকে অক্ষয়বাবু মোট ৩৫ হাজার টাকার বরাত পেয়েছেন।