একশো বছর পদার্পণ করল ব্যারাকপুর তাল পুকুর বারোয়ারী দুর্গা পূজা,দেখুন সেই পুজো আমাদের সাথে..
দীর্ঘ দুই বছরের অপেক্ষা অবসান ঘটিয়ে মর্তে এলেন মা দুর্গা। করোনা পরিস্থিতি স্বাভাবিক তাই নেই আগের মত কোন বাধা নিষেধ। তাই মণ্ডপে মণ্ডপে ভিড় করছেন দর্শকরা। আজ আমরা গেছিলাম ব্যারাকপুর তাল পুকুর বারোয়ারী দুর্গা পূজা কমিটির পুজো তে।এই বছর একশো বছর পদার্পণ করেছে এই ক্লাবের পুজো।
আরো পড়ুন-মহাঅষ্টমীর সকালে বেলুড় মঠে কুমারী পুজো শুর!
এই বছরে এই পুজো কমিটির ভাবনায় উঠে এসেছে শুরু থেকে শুরু। ভারতীয় পৌরাণিক তত্ব অনুযায়ী মানুষ এর জন্ম কর্ম বিবাহ বার্ধক্য এবং সব শেষে মৃত্যু কিন্তু কখনো মৃত্যুর পর পুনর্জন্ম হয় এই পুনর্জন্ম কেই তুলে ধরা হয়েছে এদের থিমে।