বিশ্বের দরবারে বাংলার নাম উজ্জ্বল!গিনিশ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে লাইভ পেন্টিং কম্পিটিশনে সাফল্যতা

লন্ডনে আয়োজিত লাইভ পেন্টিং কম্পিটিশনে অংশ নিয়েছিলেন নৈহাটীর রবি কুমার দাস। আরবিসি রোডের বাসিন্দা রবি কুমার দাস নিজের জনপ্রিয় পেন্টিংয়ের জন্য বিশ্বের দরবারে নিজের নাম উজ্জ্বল করেছেন।

আরো পড়ুন-ফের বেপরোয়া গতির জেরে দুর্ঘটনা নিউটাউনে!

গিনিশ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে লাইভ পেন্টিং কম্পিটিশনের সাফল্যতার জন্য তিনি পেয়েছেন।রবি কুমার দাসের এই অনন্য স্বীকৃতিতে খুশি এলাকাবাসি। মূলত ৩ লক্ষ ৬৫ হাজার প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। সেখান থেকেই গোটা বিশ্ব থেকে ৮৩২ জন প্রতিযোগীকে বেছে নেন নির্বাচকমণ্ডলী সদস্যরা।

আরো পড়ুন-‘দান খয়রাতি মানবতার অপমান,লোভ দেখিয়ে মানুষকে টেনে আনা..’শুভেন্দুর আসানসোল সভা নিয়ে দিলীপ

সেই তালিকা দেই নাম ওঠে নৈহাটির রবি কুমারের। তার হাতের জাদুতে মুগ্ধ বিচারক রাও। গোটা বিশ্বের মঞ্চে তার এই স্বীকৃতি আগামী দিনে তার কাজের প্রেরণা আরো বাড়িয়ে তুলবে বলেই জানান রবি কুমার দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *