এ কেমন মা!দুই ছোট্ট কন্যাকে একা প্ল্যাটফর্মে ফেলে চলে যায়
এ কেমন মা,দুই ছোট্ট কন্যা পূর্ব বর্ধমান জেলার কালনার সমুদ্রগর স্টেশনের প্ল্যাটফর্মে চলে যায় মঙ্গলবার বিকেলে।মা-এর অপেক্ষায় কয়েক ঘন্টা বসে থাকার মা না ফেরায় কান্নায় ভেঙে পরে দুই বোন।
আরো পড়ুন-দিঘায় ঘুরতে গিয়ে প্রাণ হারালো এক ব্যক্তি!সমুদ্রে ডুবে নয় মারপিট করে,গ্রেফতার ১
সমুদ্রগড় স্টেশন এলাকা থেকে দুটি শিশুকে উদ্ধার করে চাইল্ড লাইনের হাতে তুলে দিলেন এদিন কালনার জিআরপি। কালনা জিআরপি সূত্রে এদিন জানা যায়, সমুদ্রগড় স্টেশনের স্টেশন মাস্টারের কাছ থেকে খবর পাওয়ার পর ওই দুই শিশুকে উদ্ধার করে কালনা জিআরপি।
আরো পড়ুন-৮ বছরের কন্যা সন্তানের মৃত্যু ডেঙ্গুতে!শোকের ছায়া পূর্ব নারায়ণতলায়
স্থানীয় সূত্রে জানা গেছে ওই শিশু দুটির মা তাদের এখানে রেখে চলে যায়।শিশু দুটি এখানে কীভাবে পৌঁছাল বিষয়টি খতিয়ে দেখছে কালনা জিআরপি।