জড়িয়ে ধরুন ভালোবাসার মানুষকে, দেখুন ম্যাজিক
নিউজ ডেস্ক: ভালোবাসার সপ্তাহ প্রায় শেষের দিকে কিন্তু শনিবার আলিঙ্গন দিবস (Hug Day 2022)। প্রেম এবং স্নেহ কাছের মানুষকে বোঝানোর জন্য তীব্র এবং খুব জরুরি আচরণ। এই বিশেষ দিনে নিজেদের ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরে নিজের মনের ভাব প্রকাশ না করলে দিনটিই বৃথা।
আরও পড়ুন-‘পাগড়ি যদি চয়েস হয় তবে হিজাব নয় কেন?’ হিজাব বিতর্কে সরব সোনম
সঙ্গীকে যদি কাছে গিয়ে তীব্রভাবে জড়িয়ে ধরেন তবে খুব সহজেই উজ্জ্বল হয়ে যেতে পারে। সারা দিনের কাজের ক্লান্তির পরেও এক মুহূর্তে মুখে হাসি ফোটাতে পারে জড়িয়ে ধরা। আলিঙ্গন দিবস (Hug Day 2022) ভ্যালেন্টাইনস সপ্তাহের (Valentine’s Week 2022) ষষ্ঠ দিন। একে অপরকে উষ্ণ আলিঙ্গনের মধ্যে দিয়ে ভালোবাসা, স্নেহ প্রকাশের এমন সুযোগ হাতছাড়া করবেন না আজ।
আরও পড়ুন-পুরভোটের দিন বিধানসভার অধিবেশন ‘সমাপ্ত’ করলেন রাজ্যপাল রাজ্যপাল ধনখড়
আলিঙ্গন মানসিক চাপ অনেকটাই কমায়, আত্মবিশ্বাস বাড়ায় এবং সম্পর্ককে শক্তিশালী করে। তৈরী করে ম্যাজিক। কাছের মানুষের স্পর্শের মধ্যেই লুকিয়ে আছে ভালোবাসার সব। স্পর্শ হল এমন থেরাপি যা অন্যান্য যেকোনও যোগাযোগ স্থাপনের চেয়ে বেশি তীব্র । ২০ সেকেন্ডের জন্য যদি কাউকে আলিঙ্গন করেন তাহলে অক্সিটোসিন এবং নিউরোট্রান্সমিটার নিঃসরণ হয়। প্রাকৃতিক উদ্দীপক হিসেবে এই জড়িয়ে ধরা কাজ করে।এছাড়া মান অভিমান ভাঙানোর ক্ষেত্রে আলিঙ্গন সবচেয়ে গুরুত্বপূর্ণ ওষুধ। একবার জড়িয়ে ধরলেই ভেঙে যেতে পারে অনেক জমানো পলেস্তরা পরা অভিমানের পাহাড়।