৪০০বছরের পুজো বর্ধমানের চক্রবর্তী বাড়ির!
পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ১নং ব্লকের করজগ্ৰাম পঞ্চায়েতের দূর্গাগ্ৰামে চক্রবর্তী বাড়িতে মা দূর্গা পূজার সূচনা হলো আজ থেকেই।চক্রবর্তী বাড়ির মন্দির মাটির ও টিনের চাল। চক্রবর্তী বাড়ির দূর্গা পূজা ৪০০ বছরের পুরনো। মহালয়ার পরেরদিন প্রতিপ্রদে পুকুর থেকে ঘট করে জল এনে দূর্গা মন্দিরে পুজো করা হয়। পঞ্চমুন্ডীর আসেন রয়েছে। দুপুরে দূর্গা ঠাকুরকে অন্নভোগ দেওয়া হয়।
আরো পড়ুন-ধর্মঘটে নামলো ‘BLINK IT’-এর ডেলিভারি কর্মীরা!
পঞ্চমী,ষষ্ঠী,সপ্তমী,অষ্টমী,নবমী ও দশমী পর্যন্ত পূজা চলে। সন্ধিপূজার সময় বাড়ির সকল সদস্যরা বাড়িতে থাকে না,সবাই মন্দিরে আসেন। পুরোনো প্রথা মেনে পুজো করা হয়। *বিশেষ আকর্ষণ অষ্টমীর খেনের সন্ধিপুজোর সময় চক্রবর্তী বাড়ির দূর্গা মন্দির থেকে হাঁক দেওয়ার সঙ্গে সঙ্গে গ্ৰামের যোগ্যাদা মন্দিরে বলি করা হয়,বলি হয়ে যাওয়ার পর বাড়ির সদস্যরা ছুটে ছুটে আসে মূলমন্দিরে,পূনরায় মন্দিরে বলিদান হয়।
আরো পড়ুন-মন্ত্রী’র মৌখিক আশ্বস্ত কাজে লাগলো না!সপ্তম দিনেও দুর্গাপুরে অব্যাহত SBSTC কর্মীদের কর্মবিরতি
দশমীর দিনে পরিবারের সদস্যদের কাঁধে চড়ে গ্ৰামঘোন মা। মায়ের বিসর্জনের পর, মায়ের আটনেই সত্যনারায়ণের পুজো হয়। বিসর্জনের পরে গ্ৰামের দেবী পদ্মা মাতার মন্দিরে পুজো করে শেষ হয় উৎসব।