প্রতি বছরের মত এবারও রাজগঞ্জের বৈকন্ঠপুর জঙ্গলে অনুষ্ঠিত হচ্ছে বনদুর্গা পূজা
শিলিগুড়ি শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে বৈকুণ্ঠপুর ফরেস্ট ডিভিশনের গভীর জঙ্গলের মধ্যে অবস্থিত মা বনদেবীর মন্দির। প্রতিবছর পৌষ মাসের পূর্ণিমা তিথির গভীর রাতে বনদুর্গার পূজা হলেও গত দু বছর ধরে কোভিড পরিস্থিতি র জন্য শুধু মাত্র দিনের বেলায় এই পূজা অনুষ্ঠিত হচ্ছে ।
আরো পড়ুন-স্বর্ণ মন্দিরে গুরু গ্রন্থ সাহিব ‘অপবিত্র’ করার অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
এবছরও করোনার জন্য দিনের বেলাতেই পূজার আয়োজন করা হয়েছে। এই পূজাকে ঘিরে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে দিকে লক্ষ্য রেখে মোতায়েন রয়েছে পুলিশ এবং বনদফতরের কর্মীরা।
আরো পড়ুন-খড়দায় ট্রান্সফরমার ফেটে গুরুতর আহত ২ পথচারী!
এ বিষয়ে পূজা কমিটির সম্পাদক রাজু সাহা জানিয়েছেন, প্রতিবছর রাতে এই পূজার আয়োজন করা হতো। পূজা উপলক্ষে এখানে মেলা বসতো। প্রতিবছর লক্ষাধিক মানুষের সমাগম হত এই পূজায়।