প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে উচ্চ মাধ্যমিকে নজরকাড়া সাফল্য রেনেসার

এই বিশ্ব তার কাছে অন্ধকার, তবুও এই শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে উচ্চ মাধ্যমিকে নজরকাড়া সাফল্য রেনেসার। রবিবার বিশেষ চাহিদাসম্পন্ন এই মেধাবী ছাত্রীকে সংবর্ধনা জানালেন বিশিস্ট সমাজসেবী গৌতম গোস্বামী। পাশাপাশি তার আগামীদিনের পড়াশুনায় সাহায্যের আশ্বাস দেন তিনি। গৌতম গোস্বামীর এই ধরনের সাহায্যে খুশি তার পরিবার।

আরো পড়ুন-ফের নৈহাটি স্টেশন থেকে বিপুল পরিমানে কচ্ছপ সাধারণ মানুষ তুলে দিল জিআরপি থানার হাতে

জন্মের পর এই পৃথিবীকে ভালো করে দেখার আগেই দু চোখ জুড়ে নেমে এলো অন্ধকার। আর এই অন্ধকারময় জীবন যুদ্ধে প্রতিদিন লড়াই চালাচ্ছে শিলিগুড়িতে ৩৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রেনেসাঁ দাস।জানাগেছে তিনবছর বয়সে রেটিনা জনিত সমস্যায় চোখে অস্ত্রপচার হওয়ায় তার দৃষ্টি হারিয়ে যায়। সেই থেকে অন্ধকারে হাতড়ে শুরু হল স্বাবলম্বী হয়ে ওঠার লড়াই। যদিও লড়াই ছিল অনেকটাই শক্ত, পদে পদে বাধা এসেছে অনেক। তবে বাধার কাছে মাথা নতো করেনি রেনেসাঁ। রাইটাররের সাহায্য নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে বলে স্থির করে। কিন্তু পরীক্ষার একদিন আগে রাইটার পারিবারিক সমস্যার কারনে আসবে না বলে জানিয়ে দেয়। তবে মনের ইচ্ছার কারনে বাধাকে উপেক্ষা করে একদিনের মধ্যেই নতুন রাইটার খুঁজে পরীক্ষা দেয় সে। আর এতেই মেলে সাফল্য। উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলে ৫০০র মধ্যে তার প্রাপ্ত নম্বর ৪৮৪। রেনেসাঁর পরিবার বলতে মা,বাবা,ভাই । বাবা একটি বেসরকারি শোরুমের সামান্য কর্মী । মা গৃহবধূ। পরিবারের আর্থিক অনটন তাদের জীবনের রোজ নামচা। সেই অভাবের সাথে লড়াই করে কোনোরকমে তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে রেনেসার মা বাবা।

আরো পড়ুন-“চক্ষু চড়কগাছ” থিমের মধ্যে দিয়ে ৫৬ তম দুর্গাপুজোয় চমক দিতে চলেছে সঙ্ঘশ্রী ক্লাব

রেনেসা জানায় , পরীক্ষার একদিন আগে রাইটার পারিবারিক কারণে পরীক্ষায় সাহায্য করতে পারবে না বলে জানিয়ে দেয়। একদিনের মধ্যে কোনোভাবে রাইটার খুজে পরীক্ষায় বসেছিল। তবে এই সাফল্যে আমি খুশি।

রেনেসাঁ পড়াশোনার পাশাপাশি গান, গল্পের বই পড়তেও ভালোবাসে। কবিতায়ও তার যথেষ্ট গুন রয়েছে। রেনেসার স্বপ্ন পরবর্তীতে ইংরেজি বিষয়ে অনার্স করে WBCS পরীক্ষায় বসা। কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে আর্থিক কষ্ট। তার ভিনরাজ্যে গিয়ে পড়ার স্বপ্নের পথে কাটা হয়ে দাড়িয়েছে আর্থিক অনটন ও শারিরীক প্রতিবন্ধকতা। এদিন তার বাড়িতে সমাজসেবী গৌতম গোস্বামী গিয়ে তাকে তার আগামী দিনের পড়াশুনা করার জন্য তাকে সবরকম ভাবে সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি হাতে ফুলের তোড়া, চকলেট এবং টেডিবিয়ার তুলে দিয়ে সংবর্ধনাও জানান গৌতম বাবু । এদিন গৌতম গোস্বামী ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দুলাল দত্ত সহ তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতারা।

এদিন শুধু রেনেসাঁ দাসকেই নয় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের সপ্তম স্থান অধিকারী শিলিগুড়ির বুদ্ধ ভারতী হাইস্কুলের ছাত্রী রিতা হালদারকেও সংবর্ধনা জানান গৌতম গোস্বামী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *