বালুরঘাটর শতাব্দী প্রাচীন বোল্লা কালীপুজোয় এসে ছিনতাই বাজদের কবলে বাংলাদেশী পূণ্যার্থী
প্রতিবছরের মতো এ বছরও দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের শতাব্দী প্রাচীন বোল্লা কালীপুজো ও মেলা অনুষ্ঠিত হচ্ছে। এই বোল্লা কালীর মেলা উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা। গোটা রাজ্য থেকে প্রচুর ভক্তের সমাগম হয় এই মেলা উপলক্ষে। এমন কি সুদূর বাংলাদেশ থেকেও এই মাকে পুজো দিতে আসে ভক্তরা। এই পুজো উপলক্ষে প্রচুর ভক্ত কালি মানস করেন।
আরো পড়ুন-“গ্রুপবাজি বন্ধ করুন!গ্রুপবাজি করলে আর স্থান হবে না তৃণমূলে”:হুঁশিয়ারি জুন মালিয়ার
প্রতিবছর ৫-৬ হাজার মানস কালী ভক্তরা মায়ের উদ্দেশ্যে সমর্পণ করেন। পাশাপাশি প্রতিবছর ৫-৬ হাজার পাঠা বলি হয় এই মায়ের পুজো উপলক্ষে। বিগত দুই বছর করোনা সংকটের কারণে সেভাবে এই পুজো উপলক্ষে ভক্তদের সমাগম না হলেও করোনা সংকট কেটে যেতে এ বছর প্রচুর পরিমাণ ভক্ত সকাল থেকেই ভিড় জমিয়েছে মন্দির চত্বরে।
আরো পড়ুন-দ্বিতীয় বারের জন্য ইডি দফতরে পরেশ অধিকারী,সঙ্গে মেয়ে অঙ্কিতা অধিকারী
এই পুজো উপলক্ষে জেলা পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যদিও সকাল থেকেই প্রচুর ভক্ত এই মেলায় এসে ছিনতাই বাজদের কবলে পড়ছে। সুদুর বাংলাদেশ থেকে মানস পূরণের উদ্দেশ্যে তার স্ত্রীকে নিয়ে পুজো দিতে এসে এক ভক্ত ছিনতাই বাজদের কবলে পড়ে। তার স্ত্রীর বারো আনা ওজনের একটি সোনারচেন ছিনতাই করে নিয়ে যায় ছিনতাই বাজরা। এই ঘটনায় তিনি বোল্লা কালীপুজো উপলক্ষে পুলিশের তৈরি করা অস্থায়ী ক্যাম্পে অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।