১০২ বছর বয়সেও গ্রামের গরিবদের শিক্ষা প্রদান!৭০ বছর ধরে করে গিয়েছেন এই মহৎ কাজ

নিজে সপ্তম শ্রেনী অব্দি শিক্ষিত হলেও গ্রামের বঞ্চিত শিশু এবং প্রবীণ নাগরিকদের শিক্ষিত করে তুলতে কখনো পিছু হাটেননি ১০২ বছরের বৃদ্ধ|তিনি হলেন উড়িষ্যার বাসিন্দা নন্দ কিশোর|

আরো পড়ুন-অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ কিভাবে চলবে এবং তাদের অবস্থান নিয়ে ৩ ঘন্টার বৈঠক ঠাকুরবাড়িতে

নন্দ কিশোর তার এই মহৎ কাজের জন্য পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন।তবে আজ তিনি নেই|তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেও তার কর্মকান্ড থাকবে চিরঅমর|

আরো পড়ুন-২০ লক্ষ টাকা ব্যায়ে সুকান্ত মহাবিদ্যালয়ে বসানো হল বায়ু শব্দ দূষনের বিশেষ সেন্সার

শিক্ষা যে কতটা জরুরি তা তিনি বুঝতেন ,তাই নিজের গ্রামের কাউকে নিরক্ষর থাকতে দেবেন না এই শপথ নিয়ে গ্রামের সকল শিশু এবং সাথেসাথে প্রবীণদেরও লেখাপড়া শেখানোর উদ্যোগ নিয়েছিলেন তিনি|

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *