ভিডিও কল করে তিস্তা নদীতে ঝাঁপ যুবকের। যুবকের খোঁজে তল্লাশি শুরু সিভিল ডিফেন্সের

ভিডিও কল করে জলপাইগুড়ির তিস্তা সেতু থেকে ঝাঁপ দিল এক যুবক। সোমবার সকাল থেকে তিস্তা নদীতে যুবকের সন্ধানে তল্লাশী চালাচ্ছে সিভিল ডিফেন্স কর্মীরা। নিখোঁজ যুবকের নাম ধীরাজ প্রজাপতি(২৯)। কি কারণে ভিডিও কল করে তিস্তা নদীতে ঝাঁপ দিল যুবক, তা নিয়ে ধ্বন্দে পরিবার। তিস্তায় তলিয়ে যাওয়া যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে সিভিল ডিফেন্স।

আরো পড়ুন-ভিনরাজ্যে পাচার হওয়ার সন্দেহে ১০ জন মালদার নাবালককে আটক করল রেল পুলিশ

জানা গিয়েছে, রবিবার রাত ১২টা নাগাদ জলপাইগুড়ির তিস্তা সেতুতে দাঁড়িয়ে ধীরাজ প্রজাপতি নামে এক যুবক বাড়ির সবাইকে ভিডিও কল করে। এমনকি তিনি যাকে ভালোবাসতেন তাকেও কনফারেন্স কল করে আত্মহত্যা করার হুমকি দেন। এরপরই পরিবারের লোকেরা কিছু বুঝে ওঠার আগেই ভিডিও কল করতে করতেই তিস্তা সেতুর থেকে নদীতে ঝাঁপ দেয় ধীরাজ। এরপরই ঘটনাস্থলে আসে যুবকের পরিবার। খবর দেওয়া হয় জলপাইগুড়ি কোতোয়ালি থানায়। শুরু হয় নদীতে যুবকের খোঁজ। অনুমান করা হচ্ছে নদীতে ঝাঁপ দিয়ে তিস্তার জলে তলিয়ে গিয়েছে যুবক। এদিন সকাল থেকে ধীরাজের খোঁজে তল্লাশি শুরু করেছে সিভিল ডিফেন্স। তবে এখনও পর্যন্ত নদীতে খোঁজ মেলেনি যুবকের।

আরো পড়ুন-ভিডিও কল করে তিস্তা নদীতে ঝাঁপ যুবকের। যুবকের খোঁজে তল্লাশি শুরু সিভিল ডিফেন্সের

ধীরাজের দাদা মনোজ প্রজাপতি জানান,ভাই রানীনগর বিএসএফ ক্যম্পের সামনে স্টেশনারী জনিশপত্রের ব্যবসা করত। বাড়িতে তাঁর দাদা বৌদির সাথেই থাকত। রবিবার রাত ১২ টা নাগাদ তিস্তাসেতুর ওপর দাঁড়িয়ে আমাদের সবাইকে ভিডিও কল করে আত্মহত্যা করার কথা বলে। সেই সময় তাঁর কনফারেন্স কলে ছিল তাঁর দাদা, দিদি, ও তাঁর প্রেমিকা। আমরা তাকে বারবার এমন কাজ না করার জন্য হাতজোড় করি। তা স্বত্বেও কিছু বুঝে ওঠার আগেই মোবাইলের ভিডিও অন রেখেই সে তিস্তা সেতু থেকে নদীতে ঝাঁপ দেয়। আমরা পুলিশকে জানাই রাত থেকেই খোজাখুজি চলছে। ঘটনাস্থলে কোতয়ালি থানার পুলিশ রয়েছে। মনোজ জানান বাড়িতে কোন সমস্যা আমাদের ছিল না কেন এমন করল বুঝতে পারছিনা। মানসিক অবসাদ নাকি প্রেমঘটিত কারণে পরিবার ও প্রেমিকার সাথে কনফারেন্স কল করেই নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল তা নিয়ে তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *