নৌসেনার প্যারেড রিহার্সালে এবার আর.ডি.বর্মনের গান

নিউজ ডেস্ক: ৭৩তম প্রজাতন্ত্র দিবস প্রাক্কলে প্রতিবছরের মতো এবছরও ইতিমধ্যেই দিল্লিতে প্রজাতন্ত্রের দিবসের গ্র্যান্ড প্যারেডের প্রস্তুতি শুরু হয়ে গেছে । প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ রাষ্ট্রপতি ভবন থেকে রাজপথ বরাবর, ইন্ডিয়া গেট এবং সেখান থেকে লাল কেল্লা পর্যন্ত যাত্রা করে। এই প্যারেডে অংশগ্রহণ করে ভারতের বিভিন্ন রাজ্যের ট্যাবলো যা সেই রাজ্যের সংস্কৃতি বহন করে।

আরও পড়ুন-দু’দিনের বৃষ্টি শেষে ফের ফিরছে শীতের আমেজ

সেনা, নৌসেনা এবং বায়ুসেনার বেশ কয়েকটি রেজিমেন্টের সেনারা তাঁদের ব্যান্ডের সঙ্গে মার্চ করার জন্য প্রজাতন্ত্র দিবসের আগে থেকেই শুরু করেন মহড়া। যেহেতু ব্যান্ডগুলি তাদের নিজ নিজ রেজিমেন্টের জন্য গান বাজায় তাই মাঝে মাঝেই সাধারণ সুর এবং তাল বাদ দিয়ে প্যারেডের জন্য তাঁরা বেছে নেন বলিউডের গান। এবছর ভারতীয় নৌবাহিনীর সেনাদের রিহার্সাল সেশনের সময় সেরকমই একটি জনপ্রিয় বলিউড গান বাজাতে শোনা যায়।

আরও পড়ুন-করোনা আক্রান্ত হলেন গৌতম গম্ভীর

এবছর ভারতীয় নৌবাহিনীর সেনারা আর.ডি বর্মনের ‘দুনিয়া মে লোগো কো’ গানটির মহড়া দিচ্ছেন। নয়া দিল্লির বিজয় চকে চলছে মহড়া। ২ মিনিট ২৫ সেকেন্ডের দীর্ঘ এই ভিডিওতে দেখা যাচ্ছে মিউজিকের সঙ্গে সঙ্গে নৌবাহিনীর ইউনিফর্ম-পরিহিত সেনারা তাঁদের রাইফেল ধরে বিখ্যাত গানটি গাইছেনও।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *