সাত বছরে পরলো জলপাইগুড়ি রাজবাড়ি পাড়ার বৃহন্নলাদের মনসা পূজো।

নিউজ ডেস্ক – জলপাইগুড়ি রাজবাড়ি পাড়া বৃহন্নলাদের মনসা পূজো এবার জলপাইগুড়িতে সাত বছরে পরলো। যদিও এই পূজো প্রায় ৫০০বছরের পুরানো পূজো।আগে শিলিগুড়িতে হলেও গত সাত বছর থেকে জলপাইগুড়ি রাজবাড়ি পাড়াতে হচ্ছে।বৃহন্নলাদের এই পুজোতে এবার বেশ কিছু অনুষ্ঠান বাতিল করা হয়েছে করোনার জন্য।

 

জলপাইগুড়ি জেলার অন্যতম বড় মনসা পুজো বলতেই রাজবাড়ি পাড়ার দের মনসা পূজো ।এখানে মনসা ঠাকুর একটু আলাদা। মা মনসার কোলে একটি শিশুকে দেখতে পাওয়া যায়। এর কারন বৃহন্নলারা পরিটি পরিবারে ঘুরেঘুরে তাদের পাওনা নেন সেই কারনে সমস্ত শিশুর মঙ্গল কামনা করে ঠাকুরের কোলে শিশুকে দেওয়া হয়। অন্যান্য বছর এই পুজোকে কেন্দ্র করে সাত দিন ধরে মনসা গানের অনুষ্ঠান করা হলেও এছর করোনার জন্য এই গানের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। পাশাপাশি এই পুজোতে গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বৃহন্নলাদের আমন্ত্রণ করা হয় অন্যন্য বছর সেটাও এই বছর করোনার জন্য বাতিল করা হয়েছে। শুধুমাত্র নিজেরাই নিয়ম নিষ্ঠা করে ঠাকুরের পূজো করা হচ্ছে।জলপাইগুড়ি এই পূজোর উদ্ধোগতা পিপাসা হালদার বলেন আমরা করোনার জন্য পুজোর বেশকিছু অনুষ্ঠান বাতিল করেছি শুধুমাত্র সাধারণ মানুষকে করোনা থেকে সুরক্ষিত রাখার জন্য। মা মনসার কাছে একটাই পার্থনা করি সবাইকে যেনো ভালো রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *