দেখে নিন এই বছরের সরস্বতী পুজোর তিথি
নিউজ ডেস্ক; প্রত্যেক বছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে পুজো হয়ে থাকে দেবী সরস্বতীর। এই দিনটি ‘বসন্ত পঞ্চমী’ নামেও পরিচিত। এই বিশেষ দিনে ছেলেরা পাঞ্জাবি পরে এবং মেয়েরা শাড়ি পড়ে দেবীর পায়ের কাছে নিজের বই রেখে আরাধনা করে থাকে। চলতি বছর ৫ ফেব্রুয়ারি, শনিবার পড়েছে ‘বসন্ত পঞ্চমী’ অর্থাৎ সরস্বতী পুজো।
৫ ফেব্রুয়ারি, শনিবার ভোর ৩.৪৮ মিনিট থেকে শুরু হচ্ছে বসন্ত পঞ্চমীর থিতি। ৬ ফেব্রুয়ারি, রবিবার ভোর ৩.৪৬ মিনিটে শেষ হবে এই তিথি। বসন্ত পঞ্চমীর শুভ তিথির সময় হল সকাল ৭.০৭টা থেকে দুপুর ১২.৩৫ মিনিট পর্যন্ত।
আরও পড়ুন-সরস্বতী পুজো উপলক্ষ্যে পঞ্চায়েত দফতরের স্পেশাল থালিতে কি থাকছে জানেন?
প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ভগবান বিষ্ণুর আদেশে পিতা ব্রহ্মা পৃথিবীতে মানুষের সৃষ্টি করছিলেন। কিন্তু তিনি তাঁর সৃষ্টিতে অতটা সন্তুষ্ট ছিলেন না। সেই সময় তিনি তাঁর নিজের কমন্ডুল থেকে জল নিয়ে একটি গাছে ছিটিয়ে দেন। আর এর পরেই সেখানে দেবী সরস্বতী আবির্ভুত হন।
বসন্ত পঞ্চমী এবং হলুদ রঙয়ের একটি সম্পর্ক রয়েছে। এই বিশেষ দিনে হলুদ রঙকে শুভ মনে করা হয়। এই রঙ নেতিবাচক দিকটি দূর করে ইতিবাচক দিকের প্রভাব তৈরি করে।