পর্ন শুট ও প্রযোজককে ‘খুশি’ করার প্রস্তাব পেয়ে অভিযোগ দায়ের করল অভিনেত্রী
অভিষেক দাস ওরফে বুবাই নামে এক যুবকের বিরুদ্ধে যাদবপুর থানায় আজ অভিযোগ দায়ের করেন এক অভিনেত্রী। অভিনেত্রীর অভিযোগ, গত মাসে তাঁকে ওয়েব সিরিজের জন্য ফোন করা হয়।
তারপর বিভিন্ন সময়ে তাঁকে মেসেজ করা হয়। সেই সময়ে অশালীন কিছু কথা বলে। তাতে তিনি বুঝতে পারেন তাঁকে পর্ন শুটের জন্য বলা হচ্ছে।
তাই ওই নম্বর থেকে ফোন বা ম্যাসেজ আসলে এড়িয়ে যান ওই অভিনেত্রী। কিন্তু আজ সকালে ওই ফোন নম্বর থেকে বেশ কয়েকবার ফোন আসে অভিনেত্রীর কাছে। এরপরই আজ সকালে যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই অভিনেত্রী।