রেহানাকে কোয়ার্টার ছাড়তে বাধ্য করছে বিএসএনএল
নিউজ ডেস্ক: রেহানা ফাতিমা ছিলেন বিএসএনএল এর প্রাক্তন কর্মচারী আর সেই দৌলতে অফিসের একটি কোয়ার্টারে তিনি থাকতেন। হঠাৎই কিছুদিন আগে তার একটি ভিডিও দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করে। নিজের শিশুদের দিয়ে তার অর্ধনগ্ন শরীরে বডি পেইন্টিং করার ভিডিও পোস্ট করেছিলেন তিনি। এই কারণে পুলিশ তাকে অভিযুক্ত করে। পোকসো আইনের ভিত্তিতে তার বিরুদ্ধে কেরালা পুলিশ মামলা দায়ের করেছিল। এর ফলে চাকরি থেকেও রেহানাকে বিতাড়িত করা হয়েছিল। পোকসো আইনে গ্রেফতার হতে পারেন জেনে গত সপ্তাহে আগাম জামিনের আবেদন করে রেখেছিলেন রেহানা।
এই পরিপ্রেক্ষিতে বিএসএনএল কর্মকর্তারা জানিয়েছেন এই মর্মে তার চরিত্রে যে দাগ লেগেছে সেটা তাদের কর্মক্ষেত্রের জন্যও খুব লাভদায়ক নয়। তাই বিএসএনএল এর শীর্ষ কর্তারা চাইছেন রেহানা যে কোয়ার্টারে রয়েছেন সেটা খালি করে দিতে হবে তাকে যত তাড়াতাড়ি সম্ভব। তবে রেহানার তরফে এখনও কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে।