প্রজাতন্ত্র দিবসে দিল্লি আসছেন না ৫ দেশের রাষ্ট্রপ্রধানরা

নিউজ ডেস্ক: তালিবান আফগানিস্তান দখল নেওয়ার পরেই ভারতের সঙ্গে আলোচনা বাড়িয়েছিল মধ্য এশিয়ার এই পাঁচ দেশ। পাকিস্তানের সঙ্গে আলোচনা না করে দিল্লির দিকে তাকিয়ে ছিল কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তান।

আফগানিস্তান নিয়ে বৈঠকের সময় এই পাঁচ দেশের রাষ্ট্রপ্রধানদের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও সেই সময় ভারত বা আমন্ত্রিত দেশগুলির তরফে সরকারি ভাবে কিছু বলা হয়নি।কিন্তু কোভিড আবহে এই পাঁচ দেশের রাষ্ট্রপ্রধানরা দিল্লিতে আসতে পারবেন না।

আরও পড়ুন-‘মহামারী শেষ হয়নি, ওমিক্রনকে হালকা ভাবে নেওয়া ভুল’, সতর্কবাণী দিল হু

২৭ জানুয়ারি ভারতের সঙ্গে মধ্য এশিয়ার দেশগুলির সামিট হওয়ার কথা আছে। ভার্চুয়াল মাধ্যমে সেই সামিটের কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশমন্ত্রক সূত্রে জানা গিয়েছে ভার্চুয়াল সামিটে কাজাখস্তান, কিরঘিজস্তান, তাজিকিস্তান, তুর্কেমেনিস্তান ও উজবেকিস্তানের প্রেসিডেন্টরা অংশ নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *