অগ্নিগর্ভ বাংলাদেশের অশান্তি অব্যাহত!জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু ২৪ জনের

গতকালই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা|সঙ্গে ছিলেন বোন রেহানা|শেখ হাসিনার দেশ ছাড়ার মূহুর্তের মধ্যে তার বাসভবন গণভবনে হামলা চালায় বিক্ষোভকারীরা|চলে অবাদ লুটপাঠ|তবে অশান্তির রেষ এখনো কাটেনি বাংলাদেশে|রাতভর,এমনকি আজও অগ্নিগর্ভ পরিস্থিতি|

আরো পড়ুন-সল্টলেকে আবারো পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক অনলাইন ডেলিভারি কর্মীর

জীবন্ত দগ্ধ হয়ে একাধিক বিদেশি সহ ২৪ জনের মৃত্যু হয়েছে। একের পর এক থানায় আগুন, ভাঙচুরের ঘটনা প্রকাশ্যে এসেছে। একদিনের সংঘর্ষেই অন্তত ১৫০ জনের মৃত্যু হয়েছে বলে খবর।

আরো পড়ুন-বাবার চোখের সামনেই হয়ে শেষ হয়ে গেল তার ছোট্ট মেয়েটি!জন্মদিনের নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার পথে নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার পথে মর্মান্তিক মৃত্যু

রাতে শেরপুর জেলে হামলা চালায় উন্মত্ত জনতা, জেল ভেঙে উধাও ৫০০ বন্দি। উধাও হওয়া বন্দিদের মধ্যে থাকতে পারে কয়েকজন আনসারুল বাংলা জঙ্গি। চট্টগ্রামের ৬টি থানায় আগুন, লুঠপাট। চট্টগ্রাম, খাগড়াছড়ি,রাঙামাটিতে আওয়ামি লিগের কার্যালয় ভাঙচুর, খবর সংবাদপত্র প্রথম আলোয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *