বন্যপ্রাণীর দেহাংশ পাচার করতে গিয়ে ধৃত দুই পাচারকারী
বন্যপ্রাণীর দেহাংশ পাচার করতে গিয়ে ধৃত দুই পাচারকারী। ধৃত ব্যক্তির নাম সঞ্জয় সিং ও সিকিন্দার গোয়ালা।ধৃতদের বাড়ি আলিপুরদুয়ার জেলার কালচিনিতে।গরুমারা বন্যপ্রাণী বিভাগের বনকর্মীরা গোপন সুত্রে খবর পেয়ে দুই পাচারকারীকে গ্রেফতার করে বনদপ্তর।
আরো পড়ুন-২০০ টাকা বেতনের ডেলিভারি বয় আজ সফল কোটিপতি ব্যবসায়ী!শুনলে অবাক হবেন
গোপন সুত্রে খবর পেয়ে গরুমারা বন্যপ্রাণী বিভাগের বনকর্মীরা বিন্নাগুড়ির তেলিপাড়া থেকে সজারুর দেহানফশ সহ দুই জনকে হাতেনাতে ধরে ফলে।আজ ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়।
আরো পড়ুন-ছোট শহরের বড় স্বপ্ন পূরণ!বিশ্ব দরবারে দেশের নাম উজ্জ্বল করল আসামের মেয়ে নাজনীন
গরুমারা বন্যপ্রাণী বিভাগের DFO অংশু যাদব বলেন, আমাদের কাছে খবর ছিল বন্যপ্রাণীর দেহাংশ পাচার করা হচ্ছে। সেই মোতাবেক আমাদের কর্মীরা ওত পেতে ছিল।হাতেনাতে দুইজন পাচারকারীকে গ্রেফতার করা হয়।ধৃতদের আদালতে তুলে রিমান্ডে নেওয়া হবে।