পদ্মা সেতু চালু হলে সাড়ে তিন ঘণ্টায় কলকাতা থেকে ঢাকায় যাওয়া যাবে
নিউজ ডেস্ক: বাংলাদেশে পদ্মা সেতুর কাজ শেষ হলে কলকাতা থেকে ঢাকার যোগাযোগ হয়ে উঠবে আরো সহজ। মাত্র সাড়ে তিন ঘণ্টায় কলকাতা থেকে রেলপথে ঢাকা পৌঁছতে পারবেন যাত্রীরা। বাংলাদেশের রেল দফতরের এক আধিকারিক এই কথাই জানিয়ে দিলেন। আগামী বছর এই পথে যাতায়াত শুরু নিয়ে আশাবাদী বলে জানিয়েছেন বাংলাদেশ রেলের অ্যাডিশনাল ডিরেক্টর পদমর্যাদার ওই আধিকারিক।
আরও পড়ুন-‘ত্রিপুরায় দুয়ারে গুণ্ডা মডেল চালাচ্ছে বিজেপি’ তোপ অভিষেকের
বাংলাদেশে এই মুহূর্তে বেশ জোর কদমে চলছে পদ্মা সেতু নির্মাণের কাজ। প্রায় ৬.২ কিলোমিটার দীর্ঘ সেতুর এক প্রান্তে আছে মাওয়া, অন্যপ্রান্তে জানজিরা। এই বছরই উদ্বোধন হতে পারে সেতুর। এই সেতুর নীচের তল দিয়ে চলবে ট্রেন।
আরও পড়ুন-পিছিয়ে গেল এস এস রাজামৌলী পরিচালিত ছবি ‘আরআরআর’-এর মুক্তি
বাংলাদেশে রেলওয়ের আধিকারিক জানিয়েছেন, বর্তমানে কলকাতা থেকে রেলপথে ঢাকা আসতে ৪০০ কিলোমিচার পথ পাড়ি দিতে হয়। কলকাতা স্টেশন থেকে গেদে – দর্শনা হয়ে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছতে সময় লাগে প্রায় ১০ ঘণ্টা। সড়কপথে তো গোটা দিন কাবার হয়ে যায় পদ্মার ওপর ফেরি পারের অপেক্ষায়। নতুন সেতু চালু হলে কলকাতা থেকে ঢাকার রেলপথে দূরত্ব কমে হবে ২৫০ কিলোমিটার। তখন বনগাঁ – পেট্রাপোল হয়ে চলাচল করবে ট্রেনটি। যার ফলে মাত্র ৩.৩০ মিনিটেই কলকাতা থেকে পৌঁছনো যাবে ঢাকায়।