বুধবারই চাঁদে অবতরণ করবে চন্দ্রযান-৩!রাত পোহালেই ইতিহাস গড়বে ভারত
বুধবার ২৩ অগাস্ট সন্ধ্যায় চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে ভারতের চন্দ্রযান-৩। ইতিহাস তৈরির অপেক্ষায় দেশবাসী|রাত পোহালেই ইতিহাসের সাক্ষী হতে চলেছে গোটা বিশ্ব|
আরো পড়ুন-বেহাল দশা সল্টলেকে AG ব্লকের বাজারে!থালা হাতে নিয়ে অবস্থান বিক্ষোভ ব্যবসায়ীদের
চাঁদের আরও ছবি শেয়ার করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। ছবি তোলা হয়েছে চন্দ্রযান-৩-এর ক্যামেরায়।ইসরোর গবেষকরা আশাবাদী চন্দ্রযান-৩-এর অবতরণ নির্ধারিত সময়েই হতে চলেছে। এখনও পর্যন্ত কোনওপ্রকার সমস্যা ধরা পড়েনি।
আরো পড়ুন-শ্রমিকদের বকেয়া পিএফ ও গ্রাচুইটির টাকা আত্মসাৎ! গ্রেফতার জুটমিলের ম্যানেজার
ইসরোর ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউবে চন্দ্রযান-৩ অবতরণের সরাসরি সম্প্রচার করা হবে।চন্দ্রপৃষ্ঠের প্রায় ৭০ কিলোমিটার উপর থেকে ছবি তুলেছে চন্দ্রযানের ‘ল্যান্ডার পজিশন ডিকেটশন ক্যামেরা’। ছবিতে ধূসর চাঁদের এবড়োখেবড়ো চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছে।এর আগে চাঁদের দক্ষিণ মেরুতে কোনও দেশই মহাকাশযান অবতরণ করাতে পারেনি। বুধবারের পরিকল্পনা মাফিক সব কিছু ঠিক থাকলে,ইতিহাস গড়বে আমাদের ভারত|