বদল আসছে পাসপোর্টে, থাকবে ইলেকট্রনিক মাইক্রো প্রসেসর চিপ
নিউজ ডেস্ক: ভারতীয়দের বিদেশে যাওয়ার পদ্ধতিতে আসতে চলেছে আমূল পরিবর্তন। আন্তর্জাতিক ক্ষেত্রে যাতায়াত করতে আরও সহজ করতে পরিষেবা।আর সেই কারণেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় ঘোষণা করেছেন ই-পাসপোর্টের কথা।
আরও পড়ুন-কেন্দ্রীয় বাজেট থেকে সাধারণ মানুষের প্রাপ্তি শূন্য, দাবি মমতার
বুধবার কেন্দ্রীয় বাজেটে ডিজিটাল পাসপোর্টের ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। অভিবাসন, নিরাপত্তার খাতিয়ে এই নতুন সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে। কী থাকবে এই নতুন পাসপোর্টে। থাকবে একটি ইলেকট্রনিক মাইক্রো প্রসেসর চিপ। সেখানে এমবেড করা থাকবে নিরাপত্তার বিশেষ কয়েকটি ফিচার। সেই চিপেই থাকবে নাগরিকের ব্যক্তিগত তথ্য, ডিজিটাল সিগনেচার ও অন্য ব্যক্তিগত তথ্য। কেউ যদি পাসপোর্টে কোনওরকম বেআইনি কাজ করতে চায়, তাহলে তা চিপ ধরে ফলবে। কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের সচিব সঞ্জয় ভট্টাচার্য আগে জানিয়েছিলেন এই পাসপোর্টে থাকবে যাত্রীর বায়োমেট্রিক তথ্যও। আন্তর্জাতিক অসামরিক বিমান পরিবহনের ক্ষেত্রে প্রয়োজনীয় নিয়ম মেনে তৈরি করা হবে।