ভারতের চাঁদ জয়ে অবদান বাংলার বাঁকুড়ার ছেলে কৃশানুর!গর্বে বুক ফুলেছে গোটা জেলার

গতকাল ঠিক ৬টা বেজে ৪ মিনিটে ইতিহাস গড়েছে আমাদের ভারত|জয় করেছে চাঁদ।চাঁদের দক্ষিণ মেরুতে সফল ভাবে অবতরণ করেছে চন্দ্রায়ণ ৩|ইসরোয় বসে এই প্রজ্ঞানকে পরিচালনা করার দায়িত্ব যে বিজ্ঞানী দলের ছিল সেই দলেরই অন্যতম একজন হলেন বাংলার বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের প্রত্যন্ত ডান্না গ্রামের ছেলে কৃশানু নন্দী।

আরো পড়ুন-স্টেশনের পাশে এগ রোল বিক্রি করতেন..মুখ্যমন্ত্রী এখন বলছেন দুষ্টু ছেলে:সুকান্ত

কৃশানুর এই কৃতিত্বে গর্বে বুক ফুলেছে কৃশানুর গোটা পরিবার সহ আত্মীয়,পরিজন,প্রতিবেশী সকলের|জানী গিয়েছে,ছোট থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন কৃশানু|বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের প্রত্যন্ত ডান্না গ্রামে জন্ম তার|পরিবারের আর্থিক অবস্থা খুব একটা সচ্ছল ছিল না|গ্রামের বামিরা গুরুদাস বিদ্যায়তন থেকে মাধ্যমিক পাস করে তিনি ভর্তি হন বাঁকুড়ার কমলপুর নেতাজী হাইস্কুলে। সেখান থেকে উচ্চ মাধ্যমিক পাস করে কৃশানু তথ্যপ্রযুক্তিতে বিটেক করেন কলকাতার আরসিসি ইন্সটিটিউট অফ ইনফরমেশান টেকনোলজি থেকে। পরে যাদবপুর থেকে এম টেক করেন তিনি।

আরো পড়ুন-জয়ী প্রার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠান থেকে বিজেপিকে নিশানা তৃণমূলের জেলা সভাপতির

গতকাল চন্দ্রযান চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণের আড়াই ঘণ্টা পর তাঁর পেট থেকে বেরিয়ে আসে প্রজ্ঞান। এই রোভার প্রজ্ঞানকে পরিচালনার দায়িত্বে যে বিজ্ঞানীদের দল রয়েছে তাদের মধ্যে অন্যতম কৃশানু|এই মূহুর্তে রোভার প্রজ্ঞানকে পরিচালনায় অত্যন্ত ব্যস্ত কৃশাণু ও তার সহকর্মীরা|উল্লেখ্য,চন্দ্রযান মিশনের সফলতার পিছনে শুধু কৃশানু নয়,আছেন বাংলার আরো বিজ্ঞানীরা|তাদের সকলকে আমাদের অভিনন্দন ও কুর্ণিশ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *