মণিপুরে হিংসাত্মক ঘটনায় গুলিতে নিহত ভাটপাড়া রঞ্জিত যাদব!শোকে মর্মাহত পরিবার
মণিপুরে হিংসাত্মক ঘটনায় গুলিতে নিহত হলেন ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের সুগিয়াপাড়া এলাকার বাসিন্দা রঞ্জিত যাদব। বেশ কয়েক মাস ধরেই মনিপুর রাজ্যে হিংসাত্মক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশ। সেই রাজ্যেই ডিউটি করতে গেছিলেন ভাটপাড়ার সুগিয়াপাড়া এলাকার কেন্দ্রীয় জওয়ান রঞ্জিত যাদব।
আরো পড়ুন-সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য!সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন:রুজিরাকে আটকানো নিয়ে পরিবার
শত্রুপক্ষকে ঘায়েল করতে পারদর্শী রঞ্জিত আজ সকালে শত্রুপক্ষের গুলিতে নিহত হয়েছে। তারপর থেকেই শোকের ছায়া গোটা ভাটপাড়া জুড়ে। রঞ্জিতের মৃত্যুর খবর ভাটপাড়া বাড়িতে পৌঁছানোর পরেই তার বাড়িতে এসে পৌঁছাচ্ছেন এলাকার রাজনৈতিক ব্যক্তিত্বরা।
আরো পড়ুন-নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও একজনকে হোমগার্ডের চাকরি:মুখ্যমন্ত্রী
বাড়ির একমাত্র উপার্জনকারী ছেলের মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছে গোটা পরিবার। পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বরাও।