মঙ্গলকোটের কাশেমনগর হাইস্কুলের কাছ থেকে একটি পিস্তল সহ ধৃত এক দুষ্কৃতী
ভোটের আগেই মঙ্গলকোটের কাশেমনগর হাই স্কুল এর কাছ থেকে গতকাল রাতে মঙ্গলকোট থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গ্রেফতার করল এক দুষ্কৃতীকে।
এরপর পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে জানতে পারে ওই যুবকের নাম সামিরুল খান ওরফে রজব, বয়স ৩০ বছর। বাড়ি পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম এর সুন্দরপুর গ্রামে।
মঙ্গলকোট থানার আই.সি পিন্টু মুখার্জি জানান, “গভীর রাতে খবর আসে এক যুবক কাশেমনগর হাই স্কুল এর কাছে ঘোরাফেরা করছে। তড়িঘড়ি আমরা ওই জায়গায় হানা দি।ওই যুবকের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার হয়েছে। পিস্তলের মধ্যে গুলি ভর্তি ছিল। যুবককে পাঠানো হয়েছে কাটোয়া আদালতে।”