ফের লজ্জা!অ্যাম্বুল্যান্স না পেয়ে খাটিয়া!রোগিণীকে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু
ফের লজ্জা ও বেদনাদায়ক ঘটনার সাক্ষী রইল বাংলা|অ্যাম্বুল্যান্স না পেয়ে খাটিয়ায় রোগিণীকে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু|জলপাইগুড়ির ঘটনা থেকে শিক্ষা নেয়নি রাজ্য,তাই ফের এমন ঘটনা ঘটল এবার মালদার বামনগোলায়|
আরো পড়ুন-লক্ষকণ্ঠের গীতাপাঠের অনুষ্ঠানে যোগ দিতে শহরে আসছেন প্রধানমন্ত্রী
পরিবার সূত্রে খবর, বুধবার জ্বর আসে গৃহবধূর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোবিন্দপুর-মহেশপুর গ্রাম পঞ্চায়েতের এই এলাকায় পাকা রাস্তা চেয়ে বারবার পথ অবরোধ হয়েছে।হয়নি কোন লাভ। বামনগোলার মালডাঙা থেকে আইগনতারা পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তা এখনও মাটির।৫ কিলোমিটার রাস্তা বেহাল। তাই রোগিণীকে হাসপাতালে নিয়ে যাওয়ার অনুরোধ ফিরিয়েছে অ্যাম্বুল্যান্স, এমনকী টোটোও। ফলে খাটিয়ায় তুলে কাঁধে করে নিয়ে যেতে হয় ১০ কিলোমিটার দূরে মোদিপুকুরের সরকারি হাসপাতালে।
আরো পড়ুন-রাখা যাবে না প্রধানমন্ত্রী-উপাচার্যের নাম!ফলক বিতর্কে বিশ্বভারতীকে নির্দেশ কেন্দ্রের
চিকিৎসক দেখে মৃত ঘোষণা করেন বামনগোলার মালডাঙা গ্রামের ২৪ বছরের গৃহবধূ মামণি রায়কে। এই ঘটনা ঘিরে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা|তবে এমন মর্মান্তিক ঘটনা কি থামবে না বাংলায়?অতীত থেকে কি শিক্ষা নেওয়া যায় না?উঠছে প্রশ্ন…