বাবার চোখের সামনেই হয়ে শেষ হয়ে গেল তার ছোট্ট মেয়েটি!জন্মদিনের নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার পথে নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার পথে মর্মান্তিক মৃত্যু
জন্মদিনের নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার পথে বাবার চোখের সামনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল তরুণীর। ঘটনাটি ঘটেছে হাওড়ার সালকিয়ার শম্ভুনাথ ব্যানার্জি লেনে।শোকস্তব্ধ পরিবারের সদস্যরা।
আরো পড়ুন-জনপ্রিয় খাদ্য বিপণন সংস্থায় ভোর রাতে দুঃসাহসিক চুরি!কাঠগড়ায় নেতাজি নগর থানার পুলিশের ভূমিকা
বৃহস্পতিবার গোটা দিন প্রবল বৃষ্টি হয়েছে গোটা বাংলা জুড়ে।ঝড়ের কারণে অনেক জায়গায় ভেঙে পড়েছে গাছ। বিদ্যুতের তার ছিড়ে পড়েছে বিভিন্ন জায়গায়। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ সালকিয়ার ভৈরব ঘটক লেন ধরে ছাতা মাথায় দিয়ে নিমন্ত্রণ বাড়িতে যাচ্ছিলেন পৌরবী দাস। এদিকে তাঁর বাড়ির কাছেই একটি ভগ্নপ্রায় বাড়ি থেকে তার ঝুলছিল। সেই তারে বিদ্যুৎস্পৃষ্ট হন পৌরবী। তখনই তড়িদাহত হয়ে রাস্তায় ছিটকে পড়েন তরুণী।
উলটোদিকের দোকানে থাকা তাঁর বাবা দেখেই ছুটে গিয়ে মেয়েকে তোলার চেষ্টা করলে তিনিও ছিটকে পড়েন। স্থানীয়দের চোখে পড়তেই তাঁরা তরুণীকে উদ্ধার করে এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।এই মর্মান্তিক ঘটনার পর তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়|