ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু দেগঙ্গায়!
ফের ডেঙ্গি আক্রান্তে মৃত্যু হল দেগঙ্গায়।মৃতার নাম সোমা দাস, বয়স ২৫ বছর।পরিবার সূত্রে জানা যায় গত আটদিন আগে সোমার জ্বর আসে।আগে থেকে সে কিডনি সমস্যায় ভুগছিলেন।জ্বর আসার পর তার শারীরিক অবস্থার অবনতি হয়।প্রথমে একটি স্থানীয় চিকিৎসা কেন্দ্রে তার চিকিৎসা করানো হয়,রক্ত পরীক্ষায় মেলে ডেঙ্গি।তাকে ভর্তি করা হয় দেগঙ্গার বিশ্বনাথ পুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে, সেখান থেকে বারাসত জেলা হাসপাতাল হয়ে আর জি কর মেডিকেল কলেজে।আর জি করে নিয়ে গেলে অবস্থা সঙ্কটজনক হয়ে পরে সোমার, চিকিৎসক সোমার পরিবারের কাছ থেকে বন্ডে সই করিয়ে নেন।
আরো পড়ুন-‘এভাবে চলতে থাকলে রাষ্ট্রপতি শাসনের পরিস্থিতি তৈরি হবে, দয়া করে গণতন্ত্রকে রক্ষা করুন’:আবেদন মমতার
আর জি কর হাসপাতালে মারা যায় সোমা।মৃত যুবতীর ভাই সহ এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এলাকায় সৃষ্টি হয়েছে আতঙ্কের।দেগঙ্গা ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সচেতনতা মূলক প্রচার চালিয়ে যাচ্ছেন নিয়মিত।এলাকার ভি আর পি ভি সি আর কর্মীদের নিয়ে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন,মশা নিধন কীটনাশক, ব্লিচিং ছড়ানো হচ্ছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে।