সাঁইথিয়ার বহড়াপুর গ্রামতৃণমূলের গোষ্ঠী-দ্বন্দ্বের জেরে বোমাবাজি!ধূ ধূ করছে গ্রাম

গতকাল সাঁইথিয়ার বহড়াপুর গ্রামে তৃণমূলের গোষ্ঠী-বিবাদে বোমাবাজির হয়|বিস্ফোরণে তৃণমূল কর্মী শেখ সাদ্দামের ডান পা উড়ে যায়। ১৪ বছরের এক কিশোরের গোটা শরীরে স্প্লিন্টারের আঘাত রয়েছে বলে জানা গেছে।

আরো পড়ুন-‘৮ বছর লাগল পাস করেছি জানতে’:এখন পাশ করেছে জানলেও পেরিয়েছে বয়স

আজও গ্রামে থমথমে পরিবেশ|গ্রাম ছেড়ে চলে যাচ্ছে গ্রামবাসীরা|ধূ ধূ করছে গ্রাম|গ্রামে পুলিশি টহল চলছে। বসানো হয়েছে পুলিশ পিকেট।

আরো পড়ুন-শুভেন্দু অধিকারী ‘AB’ ফোবিয়ায় ভুগছেন!তার দ্রুত আরোগ্যের জন্য গোলাপ ফুল

এখনও পর্যন্ত ১২ জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।জানা গিয়েছে,দুজন আহত সিউড়ি সদর হাসপাতালে ভর্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *