স্বাস্থ্যকর্মী মৃত্যুকে ঘিরে এবার চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠল কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে
নিউজ ডেস্ক: স্বাস্থ্যকর্মী মৃত্যুকে ঘিরে এবার চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠল কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে। হাসপাতালে ভর্তি নিয়ে তাল বাহানা করার জেরে করোনা আক্রান্ত স্বাস্থ্যকর্মীর মৃত্যু ঘটে। মৃত স্বাস্থ্যকর্মীর নাম বিপ্লব সাহা।
পরিবার সূত্রে জানা গেছে, মৃত স্বাস্থ্যকর্মী কোচবিহারে ১২ নাম্বার ওয়ার্ডের রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এমজিএম মেডিকেল কলেজ ও হাসপাতালের অস্থায়ী এই কর্মীর মৃত্যুকে ঘিরে স্বাস্থ্যপরিসেবা নিয়ে প্রশ্ন তুলছেন পরিবারের লোকজন।
চলতি মাসের ২২ তারিখ করোনা পজিটিভ রিপোর্ট পান তিনি। এর পর ডাক্তারের নির্দেশে হোম আইসোলেশনে ছিলেন তিনি। শুক্রবার সকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে কোচবিহারের এম জে এন হাসপাতাল ও মেডিকেল কলেজে নিয়ে আসা হয়।
ওই হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক পরিবারের লোকদের বলেন রোগীকে বাড়ি নিয়ে যেতে । ১৪ দিন পার হলে পুনরায় টেস্ট করা হবে। আজ ভোর রাত থেকেই শারীরিক অবস্থার আরও অবনতি হয়। বাড়ির লোক ফের তাকে হাসপাতালে নিয়ে আসার সময় তিনি রাস্তায় প্রাণত্যাগ করেন। তার মৃত্যুর পর বাড়ির লোকজন হাসপতালে বিক্ষোভে ফেটে পড়েন। পরিস্থিতির খবর পেয়ে, ঘটনা স্থলে আসেন কোচবিহার থানার আইসি।