‘বাড়ি থেকে বের করে করে পেটানো হবে’:ফের বেলাগাম হুমকি উদয়নের
ফের তৃণমূল কংগ্রেস বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর হুঁশিয়ারি |অতীতে তৃণমূল নেতার মুখে শোনা গিয়েছে এমন হুমকি ও বেলাগাম মন্তব্য|এবার ফের তেমনই মন্তব্য শোনা গেল তৃণমূল কংগ্রেস বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর গলায়|
আরো পড়ুন-সেলিমকে ‘মীরজাফর’ বলে আক্রমণ ফিরহাদের!কিন্তু কেন?
১০০ দিনের কাজ ও আবাস যোজনায় কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের এলাকা ভেটাগুড়িতে পদযাত্রা করেন দিনহাটার তৃণমূল বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী।সেখান থেকেই সন্ত্রাস ইস্যুতে নিশীথ প্রামাণিককে আক্রমণ করেন উদয়ন গুহ।
আরো পড়ুন-নদিয়ায় রেললাইনে বসে মোবাইলে গেম খেলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু ২ স্কুল পড়ুয়ার!
এদিন উদয়ন বলেন,’কারও গায়ে যদি একটু আঁচড় পড়ে, তাহলে এটা বলছি আমি একটা মন্ত্রী হয়ে, হয়ত আইনের খেলাফ হচ্ছে, তবু বলছি যে, কারও গায়ে যদি আমাদের কর্মী বা নেতার গায়ে হাত পড়ে, বাড়ির থেকে বের করে করে পেটানো হবে, সেই কথাটা যেন মাথায় থাকে’|উদয়নের এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা|