সেবক-রংপো রেল প্রকল্পের খননকার্য করতে গিয়ে মাটি চাপা পড়ে মৃত্যু দুই শ্রমিকের
সেবক-রংপো রেল প্রকল্পে খনন কার্য চালানোর সময় মাটি চাপা পড়ে মৃত্যু হল দুই শ্রমিকের। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে কালিম্পং জেলার কালিখোলা এলাকায়। এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। রেলপথ নির্মান কার্যে একের পর এক মাটি চাপা পড়ে শ্রমিক মৃত্যুর ঘটনায় পরিকাঠামোগত গাফিলতির অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদারী সংস্থার বিরুদ্ধে। রি দুই শ্রমিওক মৃত্যুর ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে রেল।
আরো পড়ুন-প্রয়াত বিপিন রাওয়াত ও তাঁর সহযাত্রীদের আত্মার শান্তি কামনায় শ্রাদ্ধের আয়োজন তৃণমূল নেতার
২০২২ এই সেবক রংপো সুড়ঙ্গ পথে রেল চলাচল শুরুর পরিকল্পনা নিয়েছে ভারতীয় রেল। তাঁর আগেই পাহাড় কেটে যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে রেলপথ নির্মানের কাজ। আর এই রেলপথ নির্মানের খনন কার্য চালাতে গিয়ে সোমবার সকালে মাটিচাপা পড়ে মৃত্যু হল দুই শ্রমিকের। জানাগেছে কালিম্পং জেলার কালিখোলায় সেবক-রংপোর সেতুর পিলার নির্মাণের জন্য চলছিল খনন কার্য। মাটি খুড়তে নীচে নেমেছিলেন ঝাড়খন্ডের দুই শ্রমিক সন্তোষ রায় (২৫) এবং কারু ওঁরাও (২৫)।
আরো পড়ুন-বোমা বিস্ফোরণে জখম শিশু!বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিপত্তি
খননকার্য চালানোর সময় এই দুই শ্রমিকের ওপর মাটি ধ্বসে পড়ে। মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় কর্তব্যরত দুই শ্রমিক। তড়িঘড়ি এই দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় গ্রামীন হাসপাতালে। পরে ময়না তদন্তের জন্য দেহদুটিকে পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে।
উল্লেখ্য চলতি বছরের ১৮ জুন সেবক রেলপথ নির্মানে খনন কার্য চালানোর সময় কইভাবে মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছিল নরেশ সোরেন ও সালখু মুর্মু নামে দুই শ্রমিকের। ফের একইভাবে শ্রমিক মৃত্যুর ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে শ্রমিক দের মধ্যে। সেবক-রংপো রেলপথ নির্মানে একের পর এক মৃত্যুর ঘটনায় পরিকাঠামোগত গাফিলতির অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদারী সংস্থার বিরুদ্ধে।