রামেশ্বরম কাফেতে বিস্ফোরণকাণ্ডে কাঁথি থেকে গ্রেফতার ২ সন্দেহভাজন !
বেঙ্গালুরুতে রামেশ্বরম কাফেতে বিস্ফোরণকাণ্ডে দুই সন্দেহভাজন গ্রেফতার।পশ্চিমবঙ্গের কাঁথি থেকে তাদের গ্রেফতার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি|এনআইএ-র দাবি, দুই জনের মধ্যে একজন বিস্ফোরণকাণ্ডের মাস্টারমাইন্ড।
আরো পড়ুন-পাহাড়ে নিয়োগ দুর্নীতিতে রাজ্যের করা এফআইআর পার্থ সহ একাধিক শাসক নেতার নাম ,রয়েছেন তৃণাঙ্কুরও
উল্লেখ্য,পয়লা মার্চ রামেশ্বরমের কাফেতে বিখ্যাত হোয়াইটফিল্ড ইটারিতে ভয়ানক বিস্ফোরণের ঘটনা ঘটে। আইইডি বিস্ফোরণে কমপক্ষে ১০ জন জখম হন।তদন্তে নেমে এনআইএ এই ঘটনায় সন্দেহভাজনদের খোঁজ দিলে ১০ লক্ষ টাকা পুরস্কারের কথা ঘোষণা করেছিল। এর পাশাপাশি কর্ণাটকের বিভিন্ন বাসে এই সন্দেহভাজনদের ঘোরাঘুরি ভিজুয়াল প্রকাশ করে কেন্দ্রীয় সংস্থা।
আরো পড়ুন-পুরী থেকে উদ্বার ডায়মন্ড হারবারের বিজেপি নেতার অপহৃত ছেলে
এনআইএ সূত্রে খবর,এই রাজ্যে এসে প্রথমে কলকাতার লেনিন সরণির একটি হোটেলে উঠেছিল আব্দুল মথিন আহমেদ ত্বহা ও মুসাভির হুসেন শাজিব|কিন্তু মোটে ১ দিনের জন্য কলকাতায় ছিল মুসাভির ও আব্দুল। তার পর, গত ২৮ দিন ধরে বাংলায় ঘুরেছে দুজন। ২-৩ দিন আগেই নিউ দিঘার হোটেলে ওঠে তারা। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, দার্জিলিং থেকে পর্যটক পরিচয় দিয়ে উঠেছিল ২ সন্দেহভাজন জঙ্গি। এমনকি হোটেলের রেজিস্টারে নাম লিখেও কেটে দেয় তারা। আরও জানা গিয়েছে, গত ২৮ দিন ধরে ভুয়ো ড্রাইভিং লাইসেন্স ও আধার কার্ড বানিয়ে ঘুরেছে দুজন। বিঘ্নেশ ওরফে সুমিত নামে ভুয়ো আধার কার্ড বানিয়েছিল আবদুল, খবর সূত্রে। মহম্মদ জুনের শাজিব নামে ভুয়ো ড্রাইভিং লাইসেন্স বানিয়েছিল মুসাভির|অবশেষে, আজ, পশ্চিমবঙ্গের জনপ্রিয় পর্যটন কেন্দ্র থেকে হদিস মিলল তাদের।