নদিয়ায় রেললাইনে বসে মোবাইলে গেম খেলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু ২ স্কুল পড়ুয়ার!

মোবাইল ফোনের আসক্তি ও তার কুপ্রভাভ নিয়ে আমরা সকলেই অবগত,এ আর নতুন কিছু নয়|৮ থেকে ৮০ এখন সকলের হাতেই ফোন,এ যেন এক অতন্ত জরুরি এক প্রয়োজনীয়তা|কিন্তু এর আসক্তির কারনে বিপাকে পরে মর্মান্তিক পরিণতিও হয়েছে অনেকের|তেমনই এক ঘটনা ঘটল এবার নদীয়ায়|

আরো পড়ুন-অ্যাডভোকেট জেনারেলের পর বিষ্ফোরক সদ্য প্রাক্তন সরকারি পিপি শ্বাশতগোপাল!

স্থানীয় সূত্রে খবর, গতকাল নদিয়ার নাকাশিপাড়ার লোহাগাছা রেললাইনে বসে কানে ইয়ারফোন গুঁজে মোবাইলে ভিডিয়ো গেম খেলাতে মত্ত ছিল দুই স্কুল পড়ুয়া। কলকাতা থেকে লালগোলাগামী আপ ধনধান্য এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই দুই স্কুল পড়ুয়ার মৃত্যু হয়।

আরো পড়ুন-ভোট হিংসায় নিহতদের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি!সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে

মৃত দুই কিশোর হল ১৯ বছরের সাবির শেখ,একাদশ শ্রেণি এবং ২১ বছরের সোহন মণ্ডল, দ্বাদশ শ্রেণির ছাত্র।দুই কিশোরের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকে ভেঙে পড়েছে দুই পরিবার|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *