আনিস খান খুনে গ্রেফতার দুই পুলিশকর্মী, জানালেন মুখ্যমন্ত্রী
নিউজ ডেস্ক: ছাত্রনেতা আনিস খান খুনে অবশেষে গ্রেফতার হলেন দুই পুলিশ কর্মী। আজ বুধবার নবান্নে জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে। দ্বিতীয় বার পুলিশ গিয়েছিল ময়নাতদন্তের জন্য। কিন্তু তা করতে দেওয়া হয়নি। পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল।
আরও পড়ুন-‘ফ্যাসিজম নিপাত যাক, পিতৃতন্ত্র দূর হটুক’ জানালেন ঊষসী
তার ভিত্তিতে দু’জন পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়েছে।আইন আইনের মতো চলবে।” এরই পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, ”আমি তদন্তে হস্তক্ষেপ করতে চাই না। যে হেতু পুলিশের নামে অভিযোগ উঠেছে, তাই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। যাঁতে অভিযুক্ত পুলিশকর্মীরা তদন্তে হস্তক্ষেপ করতে না পারেন।” গ্রেফতার হয়েছে হোমগার্ড কাশিনাথ বেরা ও সিভিক ভলেন্টিয়ারের প্রিতম ভট্টাচার্য।