বিয়ের দুই দিন আগেই নাবালিকার বিয়ে রুখলো প্রশাসন
নিউজ ডেস্ক: বিয়ের ঠিক দুই দিন আগেই নাবালিকা কিশোরীর বাড়িতে গিয়ে কিশোরীর বিয়ে রুখলো মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লক ও পুলিশ প্রশাসন সহ স্বেচ্ছাসেবী সংস্থা সিনি। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিশ্বস্ত সূত্রের খবরের ভিত্তিতে মঙ্গলবার বড়ঞা ২ অঞ্চলের ফতেপুর গ্রামের প্রতাপ চন্দ্র চন্দ্রের বাড়িতে হানা দেয় পুলিশ প্রশাসন ও শিশু এবং নারী সুরক্ষা দপ্তরের কর্মকর্তারা। সেই বাড়িতে গিয়ে দেখা যায়, সরকারি নিয়মকে কার্যত অমান্য করে ১৬ বছরের এক কিশোরীর বিয়ের বন্দোবস্ত চলছে ওই বাড়িতে। পরে ওই কিশোরীর অভিভাবককে অল্প বয়সের মেয়ের বিয়ের কুফল সম্পর্কে জানিয়ে ও নাবালিকা কিশোরীর বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ বলে হুঁশিয়ারি দিয়ে ওই কিশোরীর বিয়ে বন্ধ করে প্রশাসন। তার মা ও বাবার কাছ থেকে মুচলেখা লিখিয়ে নেওয়া হয় সিনি ও বড়ঞা পুলিশের পক্ষ থেকে।