ভিন রাজ্যে কাজে এসে মর্মান্তিক পরিণতি!ইটভাটার চৌবাচ্চায় পড়ে মৃত্যু দুই ভাইয়ের

একই সঙ্গে মর্মান্তিক মৃত্যু ২ সন্তানের। খেলার সময় ইটভাটার চৌবাচ্চায় পড়ে গিয়ে, জলে ডুবে মর্মান্তিক পরিণতি। বিহার থেকে পুরাতন মালদায় শ্রমিকের কাজে এসে একই সঙ্গে দুই সন্তানকে খোয়ালেন তাঁতি দম্পতি। দুই ছেলেকে একসঙ্গে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বাবা করণ তাঁতি ও মা কিরণ দেবী।

আরো পড়ুন-‘ইশ,বগলটা কি কালো!’নেটিজেনদের তুমুল ট্রোলের শিকার ‘ঝিলিক’

বিহারের ভাগলপুরের বাসিন্দা করণ তাঁতি এবং কিরণ দেবী। ২ ছেলেকে সঙ্গে নিয়ে মাস তিনেক আগে পুরাতন মালদার নলডুবি এলাকার একটি ইটভাটায় শ্রমিকের কাজে আসেন ওই দম্পতি। অন্যান্য দিনের মতো শনিবারও ওই দম্পতি কাজে ব্যস্ত ছিলেন। সন্ধে হয়ে গেলেও ছেলেদের না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন বাবা-মা। পরে চৌবাচ্চার মধ্যে থেকে ২ সন্তানকে খুঁজে পান তারা।

আরো পড়ুন-বৈঠকে দলের নেতাদের এক হয়ে চলার কড়া বার্তা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসাপতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন। মৃত দুই নাবালকের নাম ঋত্মিক (৬) ও রোশন (৫) বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। দুই ভাইয়ের মৃতদেহ ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে দুই ভাইয়ের মর্মান্তিক পরিণতিতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *